বাঁকুড়া, 28 জুলাই: হানিট্র্যাপে পড়ে সেনার গোপন তথ্য পাচারের অভিযোগে গ্রেফতার বাঁকুড়ার কাঞ্চনপুরের বাসিন্দা ভারতীয় সেনা জওয়ান শান্তিময় রানা(Bankura jawan arrested on charges of information smuggling)। তিনি রাজস্থানের জয়পুরে পোস্টিং ছিলেন বলে পরিবার সূত্রে খবর ।
2018 সালে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন বাঁকুড়া জেলার কাঞ্চনপুরের বাসিন্দা বছর চব্বিশের শান্তিময় রানা ৷ তাঁর বিরুদ্ধে অভিযোগ, এক নারী এজেন্টের হানিট্র্যাপে পড়ে, সেনাবাহিনীর বিভিন্ন গোপন তথ্য এবং ভিডিয়ো তিনি শেয়ার করেন ৷ সেনাবাহিনীর বিভিন্ন কৌশল গোপন দূতের কাছে পাঠানোর অভিযোগে সিআইডির বিশেষ একটি দল তাঁকে রাজস্থানেই গ্রেফতার করে ।
আরও পড়ুন :মধুচক্রের ফাঁদ, কলকাতায় গোয়েন্দা কর্তা পরিচয়ে তোলাবাজিতে ধৃত 4