বাঁকুড়া,6 মার্চ : কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের উন্নত ভারত প্রকল্পে পাঁচটি গ্রামকে দত্তক নিল বাঁকুড়ার উন্নয়নী ইঞ্জিনিয়ারিং কলেজ ।
উন্নত ভারত প্রকল্পে 5 টি গ্রামকে দত্তক নিল বাঁকুড়ার ইঞ্জিনিয়ারিং কলেজ - উন্নত ভারত প্রকল্পে
পাঁচটি গ্রামকে দত্তক নিল বাঁকুড়ার ইঞ্জিনিয়ারিং কলেজ ৷ প্রকল্পের লক্ষ্য একদিকে যে সমস্ত ছাত্র-ছাত্রীরা কারিগরি প্রযুক্তি নিয়ে পড়াশোনা করছেন তাদের সঙ্গে সামাজিক সমস্যাগুলোর পরিচয় করানো এবং সামাজিক বন্ধন গড়ে তোলা ৷
কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের উন্নত ভারত প্রকল্পে গোটা দেশে 2700 -র বেশি কলেজকে যুক্ত করা হয়েছে । এই প্রকল্পে মূলত দেশের কারিগরি ও প্রযুক্তি কলেজগুলোকে বেছে নেওয়া হয়েছে । প্রকল্পের লক্ষ্য একদিকে যে সমস্ত ছাত্র-ছাত্রীরা কারিগরি প্রযুক্তি নিয়ে পড়াশোনা করছেন তাদের সঙ্গে সামাজিক সমস্যাগুলোর পরিচয় করানো এবং সামাজিক বন্ধন গড়ে তোলা । পাশাপাশি প্রযুক্তি ব্যবহার করে গ্রামের বসবাসকারী মানুষদের জীবনযাত্রা অধিকতর সরল করা এই প্রকল্পের উদ্দেশ্য । এই প্রকল্পে যে সমস্ত ছাত্র-ছাত্রীদেরকে কাজে লাগানো হবে তাদের মূল্যায়নের সময় একটি বিশেষ মার্কস দেওয়া হবে । বাঁকুড়ার উন্নয়নী ইঞ্জিনিয়ারিং কলেজ এই প্রকল্পে দায়িত্ব পেয়েছে এবং ইতিমধ্যেই বাঁকুড়ার 1 নম্বর ব্লকের পাঁচটি গ্রামকে দত্তক নিয়েছে কলেজ কর্তৃপক্ষ । প্রাথমিকভাবে এই সমস্ত গ্রামগুলো থেকে বিভিন্ন প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা সম্পূর্ণ হয়েছে । এই প্রকল্পের গোটা দেশের কো-অর্ডিনেট এজেন্সি IIT দিল্লি । পূর্ব ভারতের কোঅর্ডিনেট এজেন্সি IIT খড়গপুর।
এদিন IIT দিল্লির সঙ্গে একটি ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে প্রজেক্ট এর অগ্রগতি নিয়ে কথা হয় উভয় পক্ষের মধ্যে এবং খুব শীঘ্রই এই প্রজেক্ট এর কাজ শুরু করতে তহবিল কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রীকে দেওয়া হবে বলে আশ্বস্ত করা হয়েছে IIT দিল্লির পক্ষ থেকে ।