পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বড়জোড়া খোলামুখ খনির বিষয়ে ত্রিপাক্ষিক বৈঠক প্রশাসনের - বাঁকুড়ার খবর

পাহাড়পুর এবং সীতারাম পৌর মৌজাতে অতীতের ট্রান্স দামোদর খোলা মুখ কয়লা খনির সমস্যা মেটাতে জেলাশাসকের দপ্তরে একটি ত্রিপাক্ষিক বৈঠক করেন বাঁকুড়া জেলাশাসক এস অরুণ কুমার ।

bankura
bankura

By

Published : Jun 25, 2020, 12:49 AM IST

বড়জোড়া, 25 জুন : জেলাশাসকের দপ্তরে একটি ত্রিপাক্ষিক বৈঠক করেন জেলাশাসক এস অরুণ কুমার । মূলত পাহাড়পুর এবং সীতারাম পৌর মৌজাতে অতীতের ট্রান্স দামোদর খোলা মুখ কয়লা খনির সমস্যা মেটাতেই বৈঠক করা হয় । বৈঠকে জেলাশাসক ছাড়াও উপস্থিত ছিলেন কোলিয়ারি কর্তৃপক্ষের প্রতিনিধিরা এবং স্থানীয় তৃণমূল কংগ্রেস, BJP, CPI(M)-র শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা ।


2015 সালে ট্রান্স দামোদর খনিটি দেওয়া হয় DPL নামের সংস্থাকে। স্থানীয়দের দীর্ঘদিনের দাবি, তাঁদের জমি নেওয়ার ফলে যে পুনর্বাসন দেওয়া হয়েছে তা বাড়াতে হবে । পাশাপাশি এই সংস্থায় কর্মরত ব্যক্তিদের বেতন কাঠামো নতুন করে নির্ধারণ করতে হবে ।

স্থানীয়দের অভিযোগ, 33 একর জমির কোনওরকম পুনর্বাসন এখনও পর্যন্ত দেওয়া হয়নি । এই নিয়ে দীর্ঘদিন ধরেই এই খোলামুখ খনির শ্রমিক এবং স্থানীয় বাসিন্দারা আন্দোলন চালাচ্ছিলেন । একাধিকবার এই বিষয়ে জেলা প্রশাসন হস্তক্ষেপ করেছে কিন্তু তার কোনও ফল হয়নি ।


আজ বাঁকুড়া জেলা শাসকের দপ্তরে একটি ত্রিপাক্ষিক বৈঠক করা হয় । এরপর জেলা প্রশাসনের তরফে কয়লা উত্তোলন সংস্থা DPL-কে জানানো হয়েছে, আগামী 30 জুন বৈঠক এবং আলোচনার মাধ্যমে নতুন বেতন কাঠামো স্থির করা হবে । পাশাপাশি জেলা প্রশাসনের তরফে কয়লা উত্তোলনকারী সংস্থার কাছে জানতে চাওয়া হয়েছে তারা কতটা জায়গা অধিগ্রহণ করতে চাইছে এবং এ বিষয়ে তাদের পুনর্বাসন প্যাকেজ কী রয়েছে । এছাড়াও অনেক শ্রমিকের বেতন বকেয়া রয়েছে । তাঁদের আগামী 15 দিনের মধ্যেই সেই বেতন মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আজ বৈঠকের পর ।

প্রসঙ্গত, 2015 সালের পর থেকে বন্ধ হয়ে যায় ট্রান্স দামোদর খোলামুখ খনিটি । তারপর ওই খনিটির কয়লা উত্তোলনের বরাত পায় DPL নামক সংস্থাটি । আজ বৈঠকের পর সম্পূর্ণ বিষয়টি কিছুটা হলেও স্পষ্ট হবে বলে মনে করছেন স্থানীয় পাহাড়পুর এবং সীতা রামপুর এলাকার বাসিন্দারা ।



ABOUT THE AUTHOR

...view details