পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বাঁকুড়ায় কেন্দ্রের পাঠানো চালের গুণগত মান নিয়ে প্রশ্ন তৃণমূলের - গরিব কল্যাণ যোজনায় পাঠানো চালের গুণগত মান নিয়ে প্রশ্ন তৃণমূলের

শনিবার জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়, কেন্দ্রের তরফে যে চাল পাঠানো হয়েছে তা খেলে সাধারণ মানুষ অসুস্থ হয়ে পড়বে ।

গরিব কল্যাণ যোজনায় পাঠানো চাল নিয়ে রাজনীতি বাঁকুড়ায়
গরিব কল্যাণ যোজনায় পাঠানো চাল নিয়ে রাজনীতি বাঁকুড়ায়

By

Published : May 2, 2020, 4:18 PM IST

বাঁকুড়া, 2 মে: প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার পাঠানো চালের গুণগতমান নিয়ে প্রশ্ন তুলল বাঁকুড়ার জেলা তৃণমূল কংগ্রেস । এই অভিযোগ তুলে রেশন ডিলারদের চাল না তোলার নির্দেশ জেলা তৃণমূলের ।

কেন্দ্রের তরফে মাথাপিছু 5 কেজি করে চাল দেওয়ার কথা বলা হয়েছে । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষণা মতো বাঁকুড়ায় ইতিমধ্যেই চাল পাঠানো হয়েছে । বিকনা ও আদ্রার FCI গুদামে মজুত করা হয়েছে সেই চাল । ইতিমধ্যেই সেখান থেকে রাজ্য সরকারের PDS সিস্টেমের মাধ্যমে রেশন ডিলাররা চাল তুলে বন্টন শুরু করেছেন ।

তবে এই চালের গুণগত মান ঠিক নয় বলে অভিযোগ তুলেছে বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেস । শনিবার জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়, কেন্দ্রের তরফে যে চাল পাঠানো হয়েছে তা খেলে সাধারণ মানুষ অসুস্থ হয়ে পড়বে । কিন্তু রাজ্য সরকার যে চাল দিচ্ছে তা গুণগতমানের দিক থেকে একনম্বর । কাজেই কেন্দ্রের চাল বিতরণ করা হলে সাধারণ মানুষ রাজ্যের দিকে আঙুল তুলবেন এবং এতে সরকারের বদনাম হবে । জেলা তৃণমূলের সভাপতি শুভাশিস বটব্যাল বলেন, "আমরা জেলার সমস্ত রেশন ডিলারকে এই চাল না তোলার অনুরোধ করেছি ।"

অন্যদিকে বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকার বলেন, "যে চালের গুণগতমান খারাপ বলা হচ্ছে সেই চালের বস্তা না খুলেই বিতরণ করা হোক । যদি সত্যিই চালের গুণগতমান খারাপ হয় তাহলে নিজে দায়িত্ব নিয়ে কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করে ব্যবস্থা নেব ।" তাঁর অভিযোগ, "কেন্দ্রের পাঠানো চাল রাজ্য সরকার অনেক ক্ষেত্রে নিজের চাল বলে সাধারণ মানুষকে বিতরণ করছে । তৃণমূলের প্রভাবশালী নেতারা কেন্দ্রের পাঠানো চালের বস্তা বদল করে দিচ্ছে । এভাবে শাসক দল কেন্দ্রীয় সরকারের বদনাম করতে চাইছে ।"

ABOUT THE AUTHOR

...view details