বাঁকুড়া, 10 মার্চ : বাঁকুড়া জেলার অন্যতম বিখ্যাত ভ্রমণ কেন্দ্র শুশুনিয়া পাহাড় ৷ এবার সেই শুশুনিয়াতেই একটি ইকো ভিলেজে তৈরির পরিকল্পনা গ্রহণ করল বাঁকুড়া জেলা পুলিশ । গাছপালায় ভর্তি এই পাহাড় এবং তার পাশের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য- এই সমস্ত কিছুর আকর্ষণে রাজ্যের বিভিন্ন জেলায় এমনকি বিভিন্ন রাজ্য থেকে পর্যটক আসেন বিশেষ করে শীতের মরশুমে । এছাড়াও গোটা বছর কিছু কিছু ভ্রমণার্থী এখানে আসেন ৷
শুশুনিয়াতে ইকো ভিলেজের পরিকল্পনা - Eco Village
শুশুনিয়া সংলগ্ন একটি গ্রাম হাপানিয়া । এই গ্রামের বাসিন্দারা প্রধানত আদিবাসী সম্প্রদায়ের । আদিবাসীদের নিজস্ব কিছু সংস্কৃতি রয়েছে । সেগুলিকে পর্যটকদের কাছে তুলে ধরতে এই হাপানিয়া গ্রামকে ইকো ভিলেজ হিসেবে গড়ে তোলার কাজ শুরু করা হয়েছে ।
উপভোগের এক নতুন মাত্রা এনে দিতে বাঁকুড়া জেলা পুলিশ একটি বিশেষ প্রকল্প হাতে নিয়েছে শুশুনিয়া সংলগ্ন এলাকায় । শুশুনিয়া সংলগ্ন একটি গ্রাম হাপানিয়া । এই গ্রামের বাসিন্দারা প্রধানত আদিবাসী সম্প্রদায়ের । আদিবাসীদের নিজস্ব কিছু সংস্কৃতি রয়েছে । সেগুলিকে পর্যটকদের কাছে তুলে ধরতে এই হাপানিয়া গ্রামকে ইকো ভিলেজ হিসেবে গড়ে তোলার কাজ শুরু করা হয়েছে । সাধারণত আদিবাসীরা তাদের বাড়ির দেওয়ালে বিভিন্ন রকমের আলপনা এবং ছবি এঁকে থাকেন । তাদের সেই চিত্রকলাকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে গ্রামের প্রতিটি বাড়ির মাটির দেওয়ালের উপর । গ্রামে নিষিদ্ধ করা হচ্ছে প্লাস্টিক এবং বিভিন্ন রকম কেমিকেলের ব্যবহার । এছাড়াও আদিবাসী সংস্কৃতির যে নাচ ও গান রয়েছে, সেই নাচ গান যেন পর্যটকরা নিজেদের ইচ্ছে মতো উপভোগ করতে পারেন কিছু অর্থের বিনিময়ে তারও ব্যবস্থা রাখা হচ্ছে হাপানিয়াতে । একটি স্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে ৷ যেখানে স্থানীয় আদিবাসী শিল্পীরা অনুষ্ঠান করতে পারবেন ।
স্থানীয় মানুষের মধ্যেও যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা গেছে ইকো ভিলেজে প্রকল্প ঘিরে । গ্রামের দেওয়ালের যে চিত্রকলা তুলে ধরা হয়েছে তাতে গ্রামটিকে একদিকে যেমন দেখতে খুব রঙিন এবং সুন্দর লাগবে, পাশাপাশি নাচ-গানের আসর নিয়মিত বসানো হলে সেখান থেকেও স্থানীয় শিল্পী এবং আদিবাসীরা নতুন রুজি-রোজগার খুঁজে পাবেন বলেও আশা করছেন অনেকেই ৷