বাঁকুড়া, 19 সেপ্টেম্বর : প্যানডেমিক পরিস্থিতির মধ্যেও 100 দিনের কাজে রাজ্যের প্রথম স্থান অধিকার করল বাঁকুড়া জেলা । রাঢ়বঙ্গের এই প্রান্তিক জেলার অভূতপূর্ব এই সাফল্য দৃষ্টান্ত স্থাপন করেছে গোটা রাজ্যে । যে জেলার মাটি চাষ-আবাদের জন্য অনুকূল নয়, সেই জেলার মাটিতেই 100 দিনের কাজে সাফল্য পেয়েছে জেলা প্রশাসন ৷ জেলায় 2021-22 আর্থিক বছরে 4 লক্ষ 6 হাজার পরিবারকে 100 দিনের কাজের আওতায় আনা গিয়েছে ৷ সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, নবান্ন সূত্রে বেঁধে দেওয়া টার্গেট তিনমাসের মধ্যে পূরণ করা গিয়েছে এখানে ৷
বাঁকুড়ার জেলাশাসক কে রাধিকা আইয়ার বলেন, "এই প্যানডেমিক পরিস্থিতিতে রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী বেশি সংখ্যক মানুষকে কর্মের সুযোগ করে দেওয়ার জন্য যে নির্দেশ দিয়েছিলেন, আমরা সেই লক্ষ্যমাত্রা পূরণ করতে সক্ষম হয়েছি । গোটা রাজ্যের মধ্যে 100 দিনের কাজে প্রথম স্থানে রয়েছে বাঁকুড়া জেলা ।" বাঁকুড়া জেলায় চলতি আর্থিক বছরে 1 কোটি 24 লক্ষ 91 হাজার 930 শ্রমদিবসের টার্গেট দেওয়া হয় এবং সেপ্টেম্বর মাসের মধ্যেই সেই টার্গেটকে পূরণ করার নির্দেশ দেয় রাজ্য প্রশাসন । বাঁকুড়া জেলা প্রশাসন এক মাস আগে অগস্টের মধ্যেই সেই লক্ষ্যমাত্রা পূরণ করে ফেলেছে ।
গতবছর করোনা পরিস্থিতিতে লকডাউনের জেরে অনেক পরিযায়ী শ্রমিককে কাজ হারিয়ে রাজ্যে ফিরতে হয় । বাঁকুড়া জেলায় তাঁদের কাজের সুযোগ করে দিয়েছে এই প্রকল্প । সেই সময় জেলায় প্রায় 33 হাজার পরিযায়ী শ্রমিক কাজ পান । এখনও পর্যন্ত জেলায় মোট সাড়ে 6 লক্ষ মানুষের জবকার্ড হয়েছে ৷ প্রশাসন জানিয়েছে, পুকুর খনন, ভেটিভার ঘাস রোপণ, সামাজিক বনসৃজন, মিশ্র ফলের চাষ, ফ্লাই অ্যাশ দিয়ে ইট তৈরি ইত্যাদি কাজ 100 দিনের কাজের প্রকল্পের আওতায় আনা হয়েছে । বর্ষার আগে গুরুত্ব সহকারে কাজ সম্পূর্ণ করার নির্দেশ দেয় রাজ্য ।