পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মন্ত্রী শ্যামল সাঁতরার বিরুদ্ধে জামিনযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা - মন্ত্রী শ্যামল সাঁতরার বিরুদ্ধে জামিনযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি

জামিনযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হল কোতুলপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী শ্যামল সাঁতরার বিরুদ্ধে ৷ আজ আদালতের পক্ষ থেকে এই নির্দেশ জারি করা হয়েছে ৷

শ্যামল সাঁতরা

By

Published : Aug 20, 2019, 10:07 PM IST

Updated : Aug 20, 2019, 10:43 PM IST

বিষ্ণুপুর, 20 অগাস্ট : জামিনযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হল কোতুলপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী শ্যামল সাঁতরার বিরুদ্ধে ৷ তাঁরই দাখিল করা একটি মামলায় বিষ্ণুপুর মহকুমা আদালত তাঁকে একাধিকবার সমন পাঠায় ৷ কিন্তু তিনি হাজিরা দেননি ৷ আজ আদালতের পক্ষ থেকে এই নির্দেশ জারি করা হয়েছে ৷

ভিডিয়োয় দেখুন...

এ বিষয়ে আইনজীবী অঞ্জন দে জানান, 2016 সালের 9 অক্টোবর শ্যামলবাবু একটি অভিযোগ করেছিলেন ৷ ওনার গাড়িতে গাড়িতে হামলা হয়েছিল ৷ দুই যুবক তাঁর গাড়িতে পিছন থেকে পাথর মেরেছিল ৷ কিন্তু অভিযোগ করলেও তিনি আদালতে হাজিরা দেননি ৷ সে কারণে বিষ্ণুপুর মহকুমা আদালত আজ 2000 টাকার বন্ডে জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত ৷ ওনার আজ সাক্ষ্য দেওয়ার তারিখ ছিল ৷ কিন্তু তিনি আদালতে আসেননি ৷

Last Updated : Aug 20, 2019, 10:43 PM IST

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details