বিষ্ণুপুর , 12 মে : বাঁকুড়া জেলার বিষ্ণুপুর লোকসভার অন্তর্গত বড়জোড়ার তাজপুর হাইস্কুলের 68 নম্বর বুথে বিরোধী এজেন্টদের বসতে দেওয়া হয়নি । এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে ।
বড়জোড়ায় বুথে বিরোধী এজেন্টদের বসতে বাধা, অভিযুক্ত তৃণমূল - bjp
বড়জোড়ার 68 নম্বর বুথে বিরোধী এজেন্টদের বসতে বাধা দিচ্ছে তৃণমূল কংগ্রেস । অভিযোগ, বৈধ কাগজ থাকা সত্ত্বেও পোলিং এজেন্টদের বুথে ঢুকতে দিচ্ছে তৃণমূলের গুন্ডারা ।
অভিযোগ, নির্বাচন শুরু হওয়ার আগে সকাল থেকে এই এলাকায় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তাণ্ডব চালাচ্ছে । বিরোধী এজেন্টরা বৈধ কাগজপত্র নিয়ে বুথে বসতে চাইলেও তাদের বুথ পর্যন্ত যেতে দেওয়া হচ্ছে না ।
BJP-র পোলিং এজেন্ট বীরু ঘোষ বলেন, "ঢুকতে দিল না । তৃণমূলের লোক ঢুকতে দেয়নি । বলেছে মেরে দেব, কেটে দেব । এক এক জনকে 10-15 জন মিলে মারছে । CPI(M)-এর একজন এজেন্টও মার খেয়েছে । আমরাও মার খেয়েছি । নেতাদের ফোন করেছি । ভোট হচ্ছে, না ছাপ্পা হচ্ছে আমরা তো আর দেখতে পাচ্ছি না ।"