পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দলকে চাঙ্গা করে বাঁকুড়া ছাড়লেন অমিত শাহ - Amit Shah in West Bengal

সন্ধেয় রাজ্য BJP শীর্ষ নেতাদের সঙ্গে চা-চক্র । বেশ কিছুক্ষণ একান্ত আলোচনা করেন বঙ্গ ব্রিগেডের নেতাদের সঙ্গে ।

বাঁকুড়ায় অমিত শাহ
বাঁকুড়ায় অমিত শাহ

By

Published : Nov 5, 2020, 9:50 PM IST

Updated : Nov 6, 2020, 9:15 AM IST

বাঁকুড়া, 5 নভেম্বর : বাঁকুড়া সফরে এসে 2021-এর বিধানসভা ভোটের প্রস্তুতি নিয়ে দলীয় কর্মীদের বিভিন্ন পরামর্শ দিয়ে গেলেন অমিত শাহ । কেমন ছিল অমিত শাহর বাঁকুড়া সফর ?

বেলা 12 টা 20 মিনিট বাঁকুড়ায় আসেন অমিত শাহ । বাঁকুড়ায় পৌঁছে দুপুর সাড়ে 12 টায় পুয়াবাগান মোড়ে বীরসা মুন্ডার প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন । এরপর সেখান থেকে চলে যান রবীন্দ্রভবনে । দলীয় নেতা ও কর্মীদের নিয়ে সাংগঠনিক বৈঠক করেন তিনি । সূত্রের খবর, বৈঠকে আসন্ন বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে দলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব দূর করার নির্দেশ দিয়েছেন তিনি । 200 আসনের লক্ষ্যমাত্রাও ধার্য্য করে দিয়েছেন বলে খবর ।

রবীন্দ্র ভবনের বাইরে অমিত শাহর সঙ্গে দেখা করার অপেক্ষায়

দলীয় বৈঠক সেরে দুপুর 2 টো 52 মিনিটে তিনি রওনা দেন চতুরডিহির উদ্দেশে । সেখানে বিভীষণ হাঁসদার বাড়িতে মধ্যাহ্নভোজ সারেন । এরপর বিকেল সাড়ে চারটে নাগাদ ফের রবীন্দ্রভবন । সেখানে সমাজের বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন অমিত শাহ । বৈঠকে এমন কিছু দাবি উঠে আসে যেগুলি রাজ্যের এক্তিয়ারের মধ্যে পড়ে বলে জানান তিনি । রাজ্যে BJP সরকার গঠন হলে তাঁদের দাবিকে মান্যতা দেওয়ারও প্রতিশ্রুতি দেন । দেড় ঘণ্টারও বেশি সময় ধরে চলে বৈঠক । শেষ হয় সন্ধে 6টা 10 মিনিটে ।

কেমন ছিল অমিত শাহর বাঁকুড়া সফর ?

সন্ধেয় রাজ্য BJP-র শীর্ষ নেতাদের সঙ্গে চা-চক্র । বেশ কিছুক্ষণ একান্ত আলোচনা করেন বঙ্গ ব্রিগেডের নেতাদের সঙ্গে । এরপর সন্ধে 6 টা 25 মিনিটে রবীন্দ্রভবন থেকে সড়কপথে অন্ডালের উদ্দেশে রওনা হন অমিত শাহ ।

Last Updated : Nov 6, 2020, 9:15 AM IST

ABOUT THE AUTHOR

...view details