পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

BJP প্রার্থী সুভাষ সরকারকে মারধর ও গাড়ি ভাঙচুরের অভিযোগ - clash

বাঁকুড়া লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী সুভাষ সরকারের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানোর পাশাপাশি ভাঙচুরের অভিযোগ উঠেছে । ঘটনাটি বাঁকুড়ার বামুনতোড় গ্রামে ঘটেছে ।

সুভাষ সরকার

By

Published : May 12, 2019, 7:47 PM IST

বাঁকুড়া, 12 মে : শালতোড়ায় আক্রান্ত হলেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী সুভাষ সরকার । সুভাষ সরকারের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানোর পাশাপাশি ভাঙচুরের অভিযোগ উঠেছে । ঘটনাটি বাঁকুড়ার বামুনতোড় গ্রামের । ঘটনার ঘণ্টাখানেক পরে পুলিশ এসে সুভাষবাবুকে সেখান থেকে উদ্ধার করে ।

বাঁকুড়ার শালতোড়া এলাকার ছাতারকানালিতে EVM ভাঙচুরের অভিযোগ উঠলে সেখানে যাচ্ছিলেন সুভাষবাবু । যাওয়ার পথে বামুনতোড় গ্রামে কিছু লোক তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায়। সুভাষবাবুর অভিযোগ, তাঁর গাড়িতে ভাঙচুর চালানোর পাশাপাশি তাঁকে মারধর করা হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details