পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোতুলপুরের 234 নম্বর বুথে ভোটদানে বাধা, অভিযুক্ত তৃণমূল

বলরামপুরের 234 নম্বর বুথে ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে । প্রায় 400 জন ভোটারকে আটকানো হয় ।

ঘটনাস্থানের ছবি

By

Published : May 12, 2019, 5:04 PM IST

Updated : May 12, 2019, 5:54 PM IST

কোতুলপুর, 12 মে : কোতুলপুরের পশ্চিম বলরামপুরের 234 নম্বর বুথে ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে । প্রায় 400 জন ভোটারকে আটকানো হয় । ভোট দিতে গেলে তাদেরকে বলা হয়, তাদের ভোট দেওয়া হয়ে গেছে । পরে কেন্দ্রীয় বাহিনীর তৎপরতায় শুরু হয় ভোটগ্রহণ ।

দেখুন ভিডিয়ো

অভিযোগ, বাঁকুড়ার কোতুলপুরের পশ্চিম বলরামপুরের 234 নম্বর বুথে ভোটদানে বাধা দেয় স্থানীয় তৃণমূলকর্মীরা । এই ঘটনার জেরে বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয়রা । গ্রামের মানুষ একত্রিত হয়ে প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেয়। পুলিশের গাড়ি আটকে বিক্ষোভ দেখাতে শুরু করে । দীর্ঘক্ষণ বিক্ষোভ চলার পর ঘটনাস্থানে পৌঁছায় কেন্দ্রীয় বাহিনী । পরে আবার ভোট শুরু হয়।

Last Updated : May 12, 2019, 5:54 PM IST

ABOUT THE AUTHOR

...view details