বাঁকুড়া, 15 ডিসেম্বর : নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে আগুন জ্বলছে জেলায় জেলায় ৷ একই দৃশ্য নজরে এল বাঁকুড়াতেও ৷ বাঁকুড়ার জয়পুরের রাস্তায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করল তৃণমূল ৷
নাগরিকত্ব আইনের প্রতিবাদ বাঁকুড়ায়, টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ - নাগরিকত্ব সংশোধনী আইন 2019
বাঁকুড়ার জয়পুরের রাস্তায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করল তৃণমূল ৷ রাস্তার মাঝে টায়ার জ্বালিয়ে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদ ৷
প্রতিবাদ বাঁকুড়ায়
আজ বিষ্ণুপুর মহকুমার জয়পুর ব্লকের বাঁকুড়া-আরামবাগ রাজ্য সড়কে তৃণমূল কর্মীরা একটি মিছিল করে ৷ জয়পুর থানা পেরিয়ে বেশ কিছুটা গিয়ে রাস্তার মাঝে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করেন তাঁরা ৷
শেষে মিছিলটি স্থানীয় BJP কার্যালয়ে চড়াও হয় বলে অভিযোগ ৷ যদিও তৃণমূলের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে স্থানীয়রা ৷