পাত্রসায়র, 24 জুন : ছাত্রের উপর গুলি চালানোর প্রতিবাদে বিক্ষোভ ছাত্রছাত্রীদের । আজ সকালে বাঁকুড়ার পাত্রসায়রের কৃষ্ণনগর উচ্চ বিদ্যালয়ের গেটে কালো পতাকা নিয়ে ও কালো ব্যাজ পরে বিক্ষোভ দেখায় স্কুলের পড়ুয়ারা ।
এই সংক্রান্ত আরও পড়ুন: বাঁকুড়ায় জয়শ্রীরাম ধ্বনি দেওয়ায় BJP-তৃণমূল সংঘর্ষ; পুলিশের গুলিতে জখম 3 ?
22 তারিখ রাতে তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী পাত্রসায়রে দলীয় কর্মসূচি সেরে ফেরার পর কাঁকরডাঙা মোড়ে BJP ও তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে । গুলিবিদ্ধ হয় দু'জন ব্যক্তি । তাদের নিজেদের কর্মী বলে দাবি করেছে স্থানীয় BJP নেতৃত্ব । এদিকে দুই দলের সংঘর্ষের মধ্যে পড়ে গুলিবিদ্ধ হয় কৃষ্ণনগর উচ্চ বিদ্যালয়ের ক্লাস এইটের ছাত্র সৌমেন বাউরি । গুলিবিদ্ধ সৌমেন বাউরি, তাপস বাউরি ও টুলু খাঁকে গুরুতর আহত অবস্থায় বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয় । সেখানে তাদের চিকিৎসা চলছে । এই ঘটনার পর আহতদের BJP নিজেদের সমর্থক বলে দাবি করে । এবং পুলিশের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ করে ।