বাঁকুড়া, 8 মে : আজ আন্তর্জাতিক মাতৃ দিবস (International Mother's Day 2022) ৷ বিশ্বজুড়ে পালিত হয় মাতৃ দিবস । পৃথিবীর সকল মায়েদের দিন আজ ৷ আর এরকম একটা দিন অভিনেত্রী তথা রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদিকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় কাটালেন বৃদ্ধাশ্রমের মায়েদের সঙ্গে ৷ ওদের বাড়ি থেকেও বাড়ি নেই, সন্তান থেকেও তাঁরা যেন সন্তানহীন, বৃদ্ধাশ্রমে থাকা এইসব মানুষগুলির সঙ্গেই সায়ন্তিকা ভাগ করে নিলেন কিছু সুন্দর মুহূর্ত (Sayantika Banerjee celebrates Mother's Day at Old age home) ৷
আজ মাতৃ দিবস উপলক্ষে বাঁকুড়া বিকনা ক্ষিরোদ প্রসান বিদ্যাবিনোদ বৃদ্ধাশ্রমে এই দিনটির আনন্দ ভাগ করে নিতে সশরীরে সেখানে গিয়েছিলেন অভিনেত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় । আশ্রমের বৃদ্ধাদের সঙ্গে আনন্দ ভাগ করে নিলেন তিনি । তাদের সঙ্গে দেখা করে চকলেট, গোলাপ উপহার দিয়ে দিনটি উদযাপন করলেন তিনি ৷ কেক কেটে তাঁদের খাইয়েও দেন ৷ শেষে তাঁদের সব রকম সুবিধা অসুবিধায় পাশে থাকার আশ্বাস দেন অভিনেত্রী ৷