বাঁকুড়া, 19 মে:এর আগে কয়লা পাচারকাণ্ডে একাধিকবার ইডির জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়াকে ৷ সে সময়ে তাঁকে বলতে শোনা গিয়েছিল, তিনি কয়লাপাচার দুর্নীতিতে যুক্ত তা কেউ প্রমাণ করতে পারলে তিনি প্রকাশ্যে ফাঁসির মঞ্চে মৃত্যুবরণ করবেন ৷ শুক্রবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে তলব করেছে সিবিআই ৷ রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষের চিঠি মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য নিজাম প্যালাসে ডেকে পাঠানো হয়েছে ৷ এবার সিবিআই-এর তলব পেয়েও সেই একই বক্তব্য শোনা গেল অভিষেক মুখে ৷
শুক্রবার তৃণমূলের নব জোয়ার কর্মসূচিতে বাঁকুড়ার সোনামুখীর চৌরাস্তা মোড়ে এক জনসংযোগ কর্মসূচিতে যোগ দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ এদিন গাড়ির উপর ওঠে জনসংযোগ ও বক্তৃতা করেন তিনি ৷ এই কর্মসূচি থেকেই এদিন সিবিআই-এর বিরুদ্ধে সুর চরাতে দেখা যায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে ৷ অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, "আমি বলে যাচ্ছি সিবিআই যদি এসএসসি কাণ্ডে কোথাও এতটুকু আমার বিরুদ্ধে প্রমাণ আনতে পারে তাহলে একদিকে সংবামাধ্যমকে রেখে সেই প্রমাণকে জনসমক্ষে ফাঁসির মঞ্চ অভিষেক বন্দ্যোপাধ্যায় মৃত্যুবরণ করবে ।"