পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বাঁকুড়া মেডিকেলের আরও এক চিকিৎসক কোরোনায় আক্রান্ত - কোরোনা সংক্রমণ বাঁকুড়া মেডিকেল কলেজে

বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে পরপর দুই চিকিৎসক ও এক নার্স কোরোনায় আক্রান্ত হন । এরপরই ফিমেল মেডিসিন ওয়ার্ড অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ ।

A doctor tested covid positive
A doctor tested covid positive

By

Published : Jul 13, 2020, 5:13 PM IST

বাঁকুড়া, 13 জুলাই : কোরোনায় আক্রান্ত হলেন বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালের আরও এক চিকিৎসক । এর আগে আরও এক চিকিৎসক ও এক নার্স কোরোনায় আক্রান্ত হয়েছিলেন ।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, একের পর এক চিকিৎসক, নার্স কোরোনায় আক্রান্ত হওয়ায় প্রায় 100 জনের সোয়াবের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল । গতকাল কয়েকজনের রিপোর্ট আসে । তাতে এক নার্স সহ এক ইন্টার্ন চিকিৎসকের রিপোর্ট পজ়িটিভ এসেছে ।

ওই ইন্টার্ন চিকিৎসক ফিমেল মেডিসিন ওয়ার্ডে কর্মরত ছিলেন । নার্সও ওই ওয়ার্ডে ছিলেন । মেডিকেল কলেজ কর্তৃপক্ষ কোনওরকম ঝুঁকি না নিয়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে ফিমেল মেডিসিন ওয়ার্ড । নতুন করে পেডিয়াট্রিক ওয়ার্ডে কর্মরত এক চিকিৎসক কোরোনায় আক্রান্ত হয়েছেন ।

এই ঘটনার জেরে আজ আবারও নতুন করে 50 জনের নমুনা পরীক্ষা করতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মেডিকেল কলেজের অধ্যক্ষ পার্থপ্রতিম প্রধান ।

ABOUT THE AUTHOR

...view details