বাঁকুড়া, 20 সেপ্টেম্বর : মনসা পুজোর প্রসাদ খেয়ে অসুস্থ হলেন বাঁকুড়ার গঙ্গাজলঘাটি গ্রামের নয় বাসিন্দা । তাঁদের ভরতি করা হয় অমরকানন গ্রামীণ হাসপাতালে । তাঁদের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল রয়েছে বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে।
বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে পুজোর প্রসাদ খেয়ে অসুস্থ 9 - বাঁকুড়ার খবর
বাঁকুড়ার গঙ্গাজলঘাটি থানার আনন্দপুরে শুক্রবার রাতে মনসা পুজো উপলক্ষে একই পরিবারের 25-30 জন সদস্য খিচুড়ি প্রসাদ খান । গতকাল সকাল থেকেই তাঁদের পেটে ব্যথা ও বমি সহ কয়েকটি উপসর্গ দেখা দেয় ।
![বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে পুজোর প্রসাদ খেয়ে অসুস্থ 9](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-11:58:57:1600583337-wb-bnk-01-food-poison-hospitalied-vis-7203835-19092020232036-1909f-1600537836-188.jpg)
বাঁকুড়ার গঙ্গাজলঘাটি থানার আনন্দপুরে শুক্রবার রাতে মনসা পুজো উপলক্ষে একই পরিবারের 25-30 জন সদস্য খিচুড়ি প্রসাদ খান । গতকাল সকাল থেকেই তাঁদের পেটে ব্যথা ও বমি সহ কয়েকটি উপসর্গ দেখা দেয় । ন'জনের অবস্থা গুরুতর হলে গতরাতেই তাঁদের অমরকানন গ্রামীণ হাসপাতালে ভরতি করা হয় ।
চিকিৎসকদের প্রাথমিক অনুমান, খাদ্যে বিষক্রিয়ার জেরেই তাঁদের এই উপসর্গ দেখা দিয়েছে। তাঁদের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল বলে জানিয়েছেন তাঁরা। ব্লক স্বাস্থ্য আধিকারিক দীপ কুমার সামন্ত বলেন,"অসুস্থদের চিকিৎসা চলছে এবং বর্তমানে তাঁরা স্থিতিশীল রয়েছেন ।"