বাঁকুড়া, 17 জুলাই: রাজ্য সরকারের পথশ্রী প্রকল্পে রাস্তা তৈরির প্লাস্টিক সরানোকে কেন্দ্র করে দুই পরিবারের বিবাদ ৷ পরে সেই বিবাদই চেহারা নিল সংঘর্ষে ৷ যার ফলে জখম কমপক্ষে 8। সোমবার বাঁকুড়ার কোতুলপুর ব্লকের অদ্বৈতবাটি গ্রামের ঘটে এই সংঘর্ষের ঘটনা। আহতরা সকলেই স্থানীয় কোতুলপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷
স্থানীয় সূত্রে খবর, পঞ্চায়ের ভোট মিটতেই বাঁকুড়ার কোতুলপুর ব্লকের অদ্বৈতবাটি গ্রামে পথশ্রী প্রকল্পে রাস্তা নির্মাণের কাজ শুরু হয় । নির্মাণকারী ঠিকাদার সংস্থা ঢালাইয়ের জন্য রাস্তার উপর প্লাস্টিক সিট বিছিয়ে দিয়েছিল । অভিযোগ, সেই বিছানো প্লাস্টিক কেউ বা কারা উঠিয়ে নিয়ে যাওয়ার ঘটনায় দুই পরিবারের মধ্যে অশান্তির সৃষ্টি হয় ৷ যা নিমেষের মধ্যে সংঘর্ষের চেহারা নেয় ৷
আশাবুর রহমান খাঁ নামে এক এলাকাবাসী বলেন, "সরকারি রাস্তা ঢালাইয়ের কাজ চলছিল ৷ তার জন্য বেশ কিছু প্লাস্টিক রাখা ছিল ৷ সেই প্লাস্টিকগুলি নিয়েই ঘটনার সূত্রপাত ৷ তারপরেই দুই বাড়ির মহিলা একে অপরের উপর চড়াও হন ৷ আমাদের উপর প্লাস্টিকের ত্রিপল চুরির মিথ্যা অভিযোগ করে ৷ তারপরেই প্রতিবেশী রুস্তম খাঁ আমার উপরও চড়াও হন ৷ মারধর করেন ৷ আমার হাতে লেগেছে ৷ আমার সঙ্গে আরও তিন জন আহত হয়েছেন ৷ সকলেই হাসপাতালে চিকিৎসাধীন ৷"