মেজিয়া (বাঁকুড়া), 16 অক্টোবর : মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের শ্রমিকদের 72 ঘণ্টার ধর্মঘট ও অবস্থান-বিক্ষোভ । এর জেরে পুজোর মুখে রাজ্যে বড়সড় বিদ্যুৎ বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে । আজ সকাল 6 টা থেকে DVC-র মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে রক্ষণাবেক্ষণের ( অ্যানুয়াল মেইনটেনেন্স) কাজে নিযুক্ত ঠিকা শ্রমিকরা 72 ঘণ্টার ধর্মঘট ও অবস্থান বিক্ষোভ করেন ।
দেশের অন্যতম বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থা DVC । DVC-র মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে রয়েছে আটটি ইউনিট । প্রায় সাড়ে তিন হাজার ঠিকা শ্রমিক কাজ করেন এখানে । শ্রমিকদের অভিযোগ, ঠিকা সংস্থাগুলি দেশের শ্রম আইন মানছে না । 2017 সাল থেকে পদোন্নতি দেওয়া হচ্ছে না শ্রমিকদের । পাশাপাশি বেশ কিছু আর্থিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে তাঁদের । 2017 সাল থেকে বেতনও বাড়েনি শ্রমিকদের ।
কর্তৃপক্ষকে এ বিষয়ে একাধিকবার আবেদন করার পরেও কোনও পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ । এর জেরে আজ সকাল ছ'টা থেকে 72 ঘণ্টার ধর্মঘট ও অবস্থান বিক্ষোভ শুরু করেছেন মেজিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের ঠিকা শ্রমিকরা ।