পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিষ্ণুপুরে দুটি লরির মুখোমুখি সংঘর্ষে মৃত 4 - লরিতে আগুন

দুটি লরির মুখোমুখি সংঘর্ষে মৃত 4 ৷ বিষ্ণুপুরের মড়ার গ্রাম সংলগ্ন 60 নম্বর জাতীয় সড়কের ঘটনা ৷

4-died-in-road-accidentat-bishnupur
বিষ্ণুপুরে দুটি লরির মুখোমুখি সংঘর্ষে মৃত 4

By

Published : Sep 14, 2020, 8:20 AM IST

বাঁকুড়া, 14 সেপ্টেম্বর : বিষ্ণুপুরের মড়ার গ্রামের কাছে 60 নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু হল 4 জনের ৷ শনিবার গভীর রাতে দুটি লরির মুখোমুখি সংঘর্ষ হয় ৷ সংঘর্ষের পর লরি দুটিতেই আগুল লেগে যায় ৷ পুড়ে যায় দুটি গাড়ির অনেকাংশ৷

একটি লরি মেদিনীপুর থেকে বাঁকুড়ার দিকে আসছিল ৷ অপরটি বিপরীত দিকে যাচ্ছিল ৷ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে লরি দুটির চালক ও খালাসির ৷ গতকাল রাতেই বিষ্ণুপুর থানার পুলিশ ঘটনাস্থানে পৌঁছায় ৷ খবর দেওয়া হয় দমকলে ৷ পরে আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থানে দমকলের ইঞ্জিন আসে ৷

পুলিশ দেহ উদ্ধার করে বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠায় ৷ চিকিৎসকরা জানান, দু'জনই মৃত ৷

ABOUT THE AUTHOR

...view details