পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ডাম্পার-বাইক মুখোমুখি সংঘর্ষে বাঁকুড়ায় মৃত 3 - Bankura Sammilani Medical College

ইন্দ্রপুরের ডাঙা রামপুরে ডাম্পার ও বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় । পথ দুর্ঘটনায় মৃত্যু হয় তিন জনের । পুলিশ ডাম্পারটিকে আটক করেছে ।

bankura_accident
ডাম্পার-বাইকের মুখোমুখি সংঘর্ষ, মৃত 3

By

Published : Feb 21, 2020, 9:19 PM IST

ইন্দপুর (বাঁকুড়া), 21 ফেব্রুয়ারি: পথদুর্ঘটনায় মৃত্যু 3 বাইক আরোহীর । ইন্দ্রপুর থানার অন্তর্গত ডাঙা রামপুরের ঘটনা । আজ বিকালে ডাম্পার ও বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় । ঘটনাস্থানেই প্রাণ হারান গঙ্গাধর তন্তুবায় (33), বিশ্বজিৎ বায়েন(24) । গুরুতর জখম অবস্থায় অনুভব বন্দ্যোপাধ্যায়(19) -কে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতাল ভরতি করানো হয় । সেখানেই মৃত্যু হয় তাঁর ।

স্থানীয় সূত্রে জানা যায়, ডাম্পারটি খাতড়ার দিকে থেকে বাঁকুড়ার দিকে আসছিল । উলটো দিক থেকে একটি মোটরবাইক যাচ্ছিল । বাইকটিতে তিন আরোহী ছিলেন । ডাম্পারটি ওভারটেক করতে গিয়েই এই বিপত্তি ঘটে । মৃত গঙ্গাধর তন্তুবায় ও অনুভব বন্দ্যোপাধ্যায় ইন্দপুর থানার গোপালপুরের বাসিন্দা । এবং বিশ্বজিৎ বায়েন হিরবাঁধ থানার আসবেড়িয়া গ্রামের বাসিন্দা ।

ইন্দ্রপুর থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থানে আসে । মৃত দেহ উদ্ধার করে । ঘাতক ডাম্পারটিকে আটক করা হয়েছে । তবে ডাম্পার চালক পলাতক ।

ABOUT THE AUTHOR

...view details