পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বাঁকুড়ার হাসপাতালে 22 জনের ইস্তফা

সুরক্ষার দাবিতে আবারও ডাক্তারদের ইস্তফা পত্র জমা পড়ল বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে । তাদের মধ্যে রয়েছেন 5 - 6 জন বিভাগীয় প্রধান । ডাক্তারদের এই ইস্তফায় পরিস্থিতি জটিল থেকে জটিলতর হওয়ার আশঙ্কা হাসপাতাল কর্তৃপক্ষের ।

বাঁকুড়া হাসপাতালে 22 জনের ইস্তফা

By

Published : Jun 15, 2019, 11:59 PM IST

Updated : Jun 16, 2019, 5:58 AM IST

বাঁকুড়া, 15 জুন : 'সুরক্ষার দাবি না মানলে ইস্তফা' এই পথেই হাঁটছেন রাজ্যের বিভিন্ন হাসপাতালের জুনিয়র ও সিনিয়র ডাক্তাররা । আজ সন্ধ্যায় ডাক্তারদের ইস্তফাপত্র জমা পড়ল বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে । বিভিন্ন বিভাগীয় প্রধানসহ মোট 22 জন চিকিৎসক ইস্তফা দিলেন । তাঁরা মেডিকেল কলেজের অধ্যক্ষের কাছে ইস্তফাপত্র জমা দেন ।

বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ পার্থপ্রতিম প্রধান বলেন, "22 জন চিকিৎসক ইস্তফাপত্র জমা দিয়েছেন । আরও অনেকে ইচ্ছাপ্রকাশ করেছেন । তাঁরা বলেছেন জুনিয়র ডাক্তার ছাড়া আমরা চালাতে পারছি না । যারা ইস্তফাপত্র জমা করেছেন তাঁদের মধ্যে 5-6 জন বিভাগীয় প্রধান আছেন । তবে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের মধ্যেও হাসপাতালের জরুরি পরিষেবা চালু রাখা হয়েছে ।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

এই সংক্রান্ত খবর : "আর হয়তো সার্জেন হওয়া হল না, আক্ষেপ পরিবহর সহপাঠীদের"

NRS কলেজ ও হাসপাতালে চিকিৎসক নিগ্রহের ঘটনায় গোটা রাজ্য়ে ডাক্তাররা কর্মবিরতি পালন করছেন । আন্দোলন থেকে বাদ যায়নি বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতাল । হাসপাতাল কর্তৃপক্ষের তরফে ছুটি বাতিল করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা হলেও তাতে সাফল্য আসেনি । আজ একসাথে 22 জন ডাক্তার ইস্তফা দেওয়ায় সমস্যা জটিল থেকে জটিলতর হবে বলে মনে করছে হাসপাতাল কর্তৃপক্ষ ।

Last Updated : Jun 16, 2019, 5:58 AM IST

ABOUT THE AUTHOR

...view details