বাঁকুড়া, 15 জুন : 'সুরক্ষার দাবি না মানলে ইস্তফা' এই পথেই হাঁটছেন রাজ্যের বিভিন্ন হাসপাতালের জুনিয়র ও সিনিয়র ডাক্তাররা । আজ সন্ধ্যায় ডাক্তারদের ইস্তফাপত্র জমা পড়ল বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে । বিভিন্ন বিভাগীয় প্রধানসহ মোট 22 জন চিকিৎসক ইস্তফা দিলেন । তাঁরা মেডিকেল কলেজের অধ্যক্ষের কাছে ইস্তফাপত্র জমা দেন ।
বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ পার্থপ্রতিম প্রধান বলেন, "22 জন চিকিৎসক ইস্তফাপত্র জমা দিয়েছেন । আরও অনেকে ইচ্ছাপ্রকাশ করেছেন । তাঁরা বলেছেন জুনিয়র ডাক্তার ছাড়া আমরা চালাতে পারছি না । যারা ইস্তফাপত্র জমা করেছেন তাঁদের মধ্যে 5-6 জন বিভাগীয় প্রধান আছেন । তবে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের মধ্যেও হাসপাতালের জরুরি পরিষেবা চালু রাখা হয়েছে ।"