পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বাঁকুড়ায় কোরোনায় মৃত 2

বাঁকুড়া মেডিকেলে মৃত দুই কোরোনা আক্রান্ত । এর পাশাপাশি হাসপাতালের আরও 12 জন আক্রান্ত।

ছবি
ছবি

By

Published : Aug 8, 2020, 7:47 AM IST

বাঁকুড়া, 8 অগাস্ট : বাঁকুড়া মেডিকেলে দুই কোরোনা আক্রান্তের মৃত্যু হল । মৃত দুই রোগীর মধ্যে একজন এর CCU-তে চিকিৎসা চলছিল । সাপের কামড়ে গুরুতর অসুস্থ হয়ে তিনি ভরতি হন বাঁকুড়া মেডিকেলে । অন্যজন ক্যানসারে আক্রান্ত ছিলেন ৷ তিনি মেল সার্জিকাল বিভাগে চিকিৎসারত ছিলেন । এর পাশাপাশি হাসপাতালের চিকিৎসক, রোগী ও নার্স মিলিয়ে 12 জন কোরোনায় আক্রান্ত ।

5 অগাস্ট বাঁকুড়া মেডিকেলের ENT বিভাগের একজন নার্স এবং মেল সার্জিকাল বিভাগের এক রোগী কোরোনায় আক্রান্ত হন। এরপর ওইদিন এই দুটি ওয়ার্ডের প্রায় 75 জন রোগী এবং রোগীর সংস্পর্শে আসা চিকিৎসক এবং নার্সদের সোয়াব পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয় । 6 অগাস্ট হাসপাতালের মেল সার্জিকাল বিভাগের আরও 4 রোগীর দেহে কোরোনার সংক্রমণ ধরা পড়ে । পাশাপাশি CCU ইউনিটে 3 জন রোগীর শরীরে সংক্রমণ ধরা পড়ে। ঘটনার জেরে ENT বিভাগ ও মেল সার্জিকাল বিভাগ স্যানিটাইজ় করা হয় । পাশাপাশি বিভাগ দু'টিকে বন্ধ করা হয়।

নতুন করে আরও 3 জনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায় । নতুন করে যাঁদের শরীরে সংক্রমণ ধরা পড়েছে তাঁদের মধ্যে একজন হাসপাতালের গায়নোকোলজি বিভাগের এক রোগী রয়েছেন । এছাড়াও আক্রান্তদের মধ্যে রয়েছেন দু'জন জুনিয়র ডাক্তার । এই দুই ডাক্তার এবং আক্রান্ত রোগীর সংস্পর্শে যাঁরা এসেছেন তাঁদের নমুনা সংগ্রহ করে ফের পাঠানো হয়েছে পরীক্ষার জন্য ।

যে দু'জন রোগী মারা গেছেন তাঁদের শারীরিক অবস্থা আগে থেকেই খারাপ ছিল বলে জানান মেডিকেল কলেজের অধ্যক্ষ পার্থপ্রতিম প্রধান । তিনি বলেন, " CCU-তে সাপে কাটা যে রোগী ভরতি ছিলেন তাঁর পরিস্থিতি খারাপ থাকায় তিনি মারা যান । এবং অপর ব্যক্তি যিনি মারা গেছেন তিনি ক্যানসার আক্রান্ত ছিলেন ৷ তাঁরও শারীরিক পরিস্থিতি যথেষ্ট আশঙ্কাজনক ছিল বলে জানান তিনি ।

এখনও পর্যন্ত বাঁকুড়ায় মোট কোরোনায় আক্রান্ত 934 জন। যাদের মধ্যে সুস্থ হয়েছে 720 জন। মোট আক্রান্তদের মধ্যে বাঁকুড়া শহরে আক্রান্তের সংখ্যা বর্তমানে 57 জন বলে প্রশাসন সূত্রে খবর।

ABOUT THE AUTHOR

...view details