পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ফের গুজরাত থেকে 194 জন পরিযায়ী শ্রমিক ফিরলেন বাঁকুড়ায় - gujrat

গতাকাল রাতে গুজরাতের ভারুচ থেকে পরিযায়ী শ্রমিকদের নিয়ে আসে একটি ট্রেন । সেখানে 197 জন পরিযায়ী শ্রমিক রয়েছেন । যাঁদের মধ্যে বাঁকুড়া জেলার রয়েছেন 194 জন । এছাড়াও দু'জন রয়েছেন পূর্ব বর্ধমানের এবং 1 জন রয়েছেন বীরভূমের ।

ছবি
ছবি

By

Published : Jun 2, 2020, 11:49 AM IST

বাঁকুড়া, 2 জুন : গুজরাত থেকে এল আরও একটি শ্রমিক স্পেশাল ট্রেন । গতকাল রাতে গুজরাতের ভারুচ থেকে পরিযায়ী শ্রমিকদের নিয়ে আসে ওই ট্রেনটি ।

ট্রেনে বাঁকুড়ায় আসেন 197 জন পরিযায়ী শ্রমিক । যাঁদের মধ্যে বাঁকুড়া জেলার রয়েছেন 194 জন । এছাড়াও দু'জন রয়েছেন পূর্ব বর্ধমানের এবং 1 জন রয়েছেন বীরভূমের । এর আগে গতকাল সকালে ও দুপুরে দু'টি ট্রেনে 119 জন গুজরাতের ভুজ থেকে এসেছেন বাঁকুড়ায় । নতুন করে 194 জন ফের গুজরাত থেকে বাঁকুড়া ফেরার ফলে শুধুমাত্র গুজরাত থেকে আসা শ্রমিকের সংখ্যা হয়ে দাঁড়ালো 213 জন ।

ট্রেন থেকে নামার পর এই সমস্ত যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করেন জেলা স্বাস্থ্য বিভাগের একটি দল । তারপর এই পরিযায়ীদের বাসে করে জেলার বিভিন্ন থানায় পৌঁছে দেওয়া হয়। সেখান থেকে তাঁদের কোয়ারানটিনে রাখা হয়েছে । মহারাষ্ট্র থেকে আসা পরিযায়ী শ্রমিকদের মধ্যে থেকে বেশ কিছু কোরোনা আক্রান্ত পাওয়া গেছিল যার ফলে যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েছেন জেলার মানুষ। যদিও স্বাস্থ্য বিভাগের তরফে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই বলেই জানানো হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details