বাঁকুড়া , 25 জুন : বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে রাজ্য জুড়ে বিজেপিতে ভাঙন ধরেছে ৷ বাদ যায়নি বাঁকুড়া জেলাও । শুক্রবার বাঁকুড়া জেলার কোতুলপুর ব্লকের সাতটি পঞ্চায়েতের 1500 বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন । যোগদানকারীদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অধ্যাপক শ্যামল সাঁতরা । এই বিপুল বিজেপি কর্মীদের যোগদান আগামী দিনে কোতুলপুর ব্লকে তৃণমূল কংগ্রেসের দলীয় সাংগঠন আরও মজবুত করবে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ ।
বিজেপির প্রতি বীতশ্রদ্ধ হয়ে বিজেপি কর্মীরা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন বলে খবর । যশ ঘূর্ণিঝড় এবং গত কয়েকদিনের প্রবল বৃষ্টিতে বিজেপি কর্মী সমর্থকরা সমস্যার সম্মুখীন হলেও এলাকার নির্বাচিত বিধায়ক তাঁদের কোনও খোঁজখবর নেননি বলেই জানিয়েছেন যোগদানকারীরা । স্বাভাবিকভাবেই বিজেপি কর্মীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয় ৷ এবং তারই বহিঃপ্রকাশ বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান ।