পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বাঁকুড়ায় বাস থেকে উদ্ধার বোমা, গ্রেপ্তার ১ - তাজা বোমা

বাঁকুড়ায় বাস থেকে উদ্ধার দশটি তাজা বোমা। নাকা চেকিং-এর সময় পুলিশ বোমাগুলি উদ্ধার করে।

তাজা বোমা উদ্ধার

By

Published : Mar 20, 2019, 3:41 AM IST

বাঁকুড়া, ২০ মার্চ : লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই একের পর একবিস্ফোরক উদ্ধারের ঘটনা ঘটছে বাঁকুড়াতে। এবার উদ্ধার হল দশটি তাজা বোমা। গতরাতে হুগলি-বাঁকুড়া সীমান্তে আকুরগেড়িয়া চেকপোষ্টে নাকা চেকিংয়ের সময় কোতুলপুর থানার পুলিশ একটি বাস থেকে উদ্ধার করে বোমা ভরতি ব্যাগ। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে একজনকে।

গতরাতে গোপন সূত্রে খবর পেয়ে কোতুলপুর থানার পুলিশ আরামবাগ থেকে বিষ্ণুপুরগামী সমস্ত বাসে তল্লাশি চালায়। সেই সময় একটি বাসে ব্যাগ থেকে পুলিশ উদ্ধার করে দশটি তাজা বোমা। বাসে তল্লাশির সময় এক ব্যক্তি ছুটে পালানোর চেষ্টা করে। কিন্তু পুলিশের হাতে ধরা পড়ে যায়। ধৃতের নাম ঘনশ্যাম চক্রবর্তী। বাড়ি বিষ্ণুপুরের বোলতলায়। ধৃতকে আজ বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হবে।

ABOUT THE AUTHOR

...view details