শালতোড়া, 11 ফেব্রুয়ারি :পথ দুর্ঘটনার জেরে মৃত্যু হল এক ইসিএল কর্মীর (Bankura Accident News) ৷ নাম বিশ্বনাথ সূত্রধর (50) ৷ ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার মেজিয়া-শালতোড়া রাজ্য সড়কের উপর ৷ মৃতের বাড়ি মেজিয়া থানার ছুতোরডাঙা গ্রামে ৷
সকাল ছ'টা নাগাদ মেজিয়ার কালিদাসপুর কোলিয়ারি থেকে কাজ করে বাইক নিয়ে বাড়ি ফিরছিলেন বিশ্বনাথবাবু ৷ আচমকাই একটি পাথরবোঝাই লরি তাঁকে সজোরে ধাক্কা মারলে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি ৷ এই ঘটনায় ঘাতক পাথরবোঝাই লরিটিকে আটক করা গেলেও চালক পলাতক ৷