পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জুয়ার আসরে গন্ডগোলের জেরে যুবককে কুপিয়ে খুন দুষ্কৃতীদের - আলিপুরদুয়ার

জয়গাঁর নতুন বস্তি এলাকায় জুয়ার বোর্ড বসিয়ে খেলা চলছিল ৷ সেখানে ছিল রফিকুদ্দিন এবং কামিরুদ্দিন ৷ অভিযোগ, সেখানে টাকা-পয়সা নিয়ে তাদের সঙ্গে কয়েকজনের বচসা বাধে । এরপর ওই এলাকার কয়েকজন মহিলা ও পুরুষ দুই ভাইয়ের উপর চড়াও হয় । তারা রফিক ও কামিরুদ্দিনকে  কোপায় বলে অভিযোগ ।

আহত কামিরুদ্দিন মিঞা

By

Published : Oct 26, 2019, 8:44 PM IST

আলিপুরদুয়ার, 26 অক্টোবর: জুয়ার আসরে গন্ডগোলের জেরে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করল দুষ্কৃতীরা ৷ তার নাম রফিকউদ্দিন মিঞা (২৬) ৷ গুরুতর জখম রফিকউদ্দিনের ভাই কামিরুদ্দিন মিঞা ৷ ভারত-ভুটান সীমান্তের জয়গাঁ-১ পঞ্চায়েতের নতুন বস্তি এলাকার ঘটনা ।

মৃতের পরিবারের তরফে জানানো হয়েছে, দীপাবলির আগের সন্ধ্যায় জয়গাঁর নতুন বস্তি এলাকায় জুয়ার বোর্ড বসিয়ে খেলা চলছিল ৷ সেখানে ছিল রফিকুদ্দিন এবং কামিরুদ্দিন ৷ অভিযোগ, সেখানে টাকা-পয়সা নিয়ে তাদের সঙ্গে কয়েকজনের বচসা বাধে । এরপর ওই এলাকার কয়েকজন মহিলা ও পুরুষ দুই ভাইয়ের উপর চড়াও হয় । তারা রফিক ও কামিরুদ্দিনকে কোপানো হয় । গুরুতর জখম অবস্থায় তাদের লতাবাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ চিকিৎসক রফিককে মৃত বলে ঘোষণা করেন । কামিরুদ্দিন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন ।

মৃতের বড় ভাই আজিমুল হক অভিযোগ করেন, "আজ জুয়ার আসরে দুই ভাই খেলা দেখতে গিয়েছিল । সেই সময় কয়েক জন অস্ত্র নিয়ে তাদের উপর চড়াও হয়। আমি ঘটনাস্থানে গেলে আমাকেও ঘিরে ধরেছিল ওরা ৷ " পুলিশ সুপার নগেন্দ্র নাথ ত্রিপাঠী জানান, "জুয়ার বোর্ডে ঝামেলার জেরে এক যুবকের মৃত্যু হয়েছে ৷ একজন জখম হয়েছে ৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷"

ABOUT THE AUTHOR

...view details