পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আলিপুরদুয়ারে 20 দিনের ব্যবধানে 4টি খুন

আজ ফের আলিপুরদুয়ারে উদ্ধার হয়েছে দেহ ছাড়া পচা-গলা মুণ্ড । মাত্র 20 দিনের ব্যবধানে 4টি খুনের ঘটনায় রীতিমত ধোঁয়াশায় পুলিশ ।

কালচিনি থানা

By

Published : May 10, 2019, 11:07 PM IST

আলিপুরদুয়ার, 10 মে : আলিপুরদুয়ারে ফের উদ্ধার হল পচা-গলা মাথা । আজ বিকেলে কালচিনি ব্লকের নিমতি-কালচিনি রাজ্য সড়কের একটি ঝোরার কালভার্টের নিচে জলের মধ্যে কাটা মুণ্ডটি দেখতে পায় এলাকাবাসী । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় কালচিনি এবং আলিপুরদুয়ার থানার পুলিশ । মাত্র 20 দিনের ব্যবধানে 4টি খুনের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে রীতিমতো প্রশ্নচিহ্ন উঠেছে ।

গত বুধবার পাটকাপাড়া চা-বাগান থেকে উদ্ধার হয়েছিল খোকন চৌধুরি নামে এক ব্যক্তির মুণ্ডহীন দেহ । কিন্তু খোকনবাবুর ভাই রতন চৌধুরি আজকের উদ্ধার হওয়া পচা-গলা মুণ্ডটি শনাক্ত করেন । তিনি জানিয়েছেন, উদ্ধার হওয়া মুণ্ডটি তাঁর দাদার নয় । কারণ ওই কাটা মুণ্ডটির গালে বড় দাড়ি রয়েছে । কিন্তু তাঁর দাদার গালে দাড়ি ছিল না । তাছাড়া ওই মুণ্ডটির নাকের গঠনও তাঁর দাদার নাকের মতন নয় ।

অন্যদিকে আলিপুরদুয়ার জংশনের পরিত্যক্ত কোয়ার্টার থেকে উদ্ধার হওয়া নরকঙ্কাল, পাটকাপাড়া থেকে উদ্ধার হওয়া মুণ্ডকাটা দেহ, পানিঝোড়া থেকে উদ্ধার হওয়া পিন্টু দাসের মৃত্যুর কারণ নিয়ে এখনও ধোঁয়াশায় পুলিশ । তার উপর ফের উদ্ধার পচা-গলা এই কাটা মুণ্ড । একের পর এক খুনের ঘটনা প্রকাশ্যে আসায় কপালে ভাঁজ পড়েছে পুলিশ প্রশাসনের ।

গত কয়েকদিনে খুনের তালিকা :

  • প্রথম ঘটনা - 26 এপ্রিল, 2019 আলিপুরদুয়ার জংশনের পরিত্যক্ত কোয়ার্টার থেকে উদ্ধার হয় নরকঙ্কাল। তদন্ত চলছে ।
  • দ্বিতীয় ঘটনা - 30 এপ্রিল, 2019 থেকে নিখোঁজ 18 নম্বর ওয়ার্ডের বাসিন্দা পিন্টু দাস । গত 7 মে উদ্ধার হয় পিন্টুর পচা-গলা মৃতদেহ । ঘটনায় গ্রেপ্তার 3
  • তৃতীয় ঘটনা - 8 মে, 2019 পাটকাপাড়া চা বাগান থেকে উদ্ধার হয় আলিপুরদুয়ার পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের বাসিন্দা খোকন চৌধুরির মুণ্ডহীন মৃতদেহ । তদন্ত চলছে । এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি ।
  • চতুর্থ ঘটনা - 10 মে, 2019 কালচিনি ব্লকের একটি কালভার্টের নিচ থেকে উদ্ধার পচা-গলা কাটা মুণ্ড । তদন্ত চলছে ।

ABOUT THE AUTHOR

...view details