জলপাইগুড়ি, 16 এপ্রিল: পৌর এলাকায় ঢোকার পাঁচটি প্রবেশপথ সিল করে নাকা চেকিংয়ের আর্জি জানাল জলপাইগুড়ি পৌরসভা। গতকাল কেন্দ্রীয় সরকার জলপাইগুড়িকে কোরোনা সংক্রমণ প্রবণ জেলা বলে চিহ্নিত করেছে। এরপরই আজ বাইরে থেকে যাতে জলপাইগুড়ি শহরে নতুন করে কেউ ঢুকতে না পারে তার ব্যবস্থা নিতে পুলিশ সুপারকে চিঠি দেওয়া হল পৌরসভার তরফে। জলপাইগুড়ি পৌরসভার পৌর পারিষদ সৈকত চট্টোপাধ্যায় থানার IC-র মাধ্যমে পুলিশ সুপারকে ওই চিঠি দেন।
কোরোনা সংক্রমণ ঠেকাতে গতকাল দেশের 170টি জেলাকে হটস্পট ঘোষণা করেছে কেন্দ্র। যার মধ্যে রাজ্যের 4টি জেলা রয়েছে। পাশাপাশি, হটস্পট নয়, কিন্তু সংক্রমণ হয়েছে দেশে এমন জেলার সংখ্যা 207। এই জেলাগুলিকে "হোয়াইট জ়োন" বলা হচ্ছে। এই তালিকায় থাকা রাজ্যের 8 টি জেলার মধ্যে অন্যতম জলপাইগুড়ি। গতকাল কেন্দ্রের এই ঘোষণার পরই আজ পৌর কর্তৃপক্ষের তরফে জলপাইগুড়ি পৌর এলাকায় প্রবেশের রাস্তাগুলি সিল করে নাকা চেকিংয়ের আবেদন জানানো হল জেলা পুলিশের কাছে। জরুরি কারণ ছাড়া শহরে কাউকে ঢুকতে দেওয়া হবে না বলে জানিয়েছেন জলপাইগুড়ি পৌরসভার পৌর পারিষদ সৈকত চট্টোপাধ্যায়।