পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সাপ্তাহিক হাটে উপচে পড়া ভিড় হ্যামিলটন গঞ্জে - ভারত-ভুটান সীমান্ত

ভিড় উপচে পড়া হাটে তিল ধারণের জায়গা নেই। হাটকে কেন্দ্র করে মানুষের প্রচুর জমায়েত হয় । হ্যামিলটনগঞ্জের এই সাপ্তাহিক হাট ভারত-ভুটান সীমান্ত এলাকার অন্যতম বড় হাট। এই হাট প্রতিবেশী দেশ ভুটানের নাগরিকদের কাছেও অত্যন্ত জনপ্রিয় হাট।

Weekly market
সাপ্তাহিক হাট

By

Published : Apr 5, 2020, 10:30 PM IST

আলিপুরদুয়ার, 5 এপ্রিল :লকডাউনকে বুড়ো আঙুল দেখিয়ে জমজমাট রবিবারের হাট। ভিড় উপচে পড়া হাটে তিল ধারণের জায়গা নেই। হাটে আসা কোনও ব্যাক্তিকে দেখে মনেই হবেনা যে কোরোনা সংক্রমণ থেকে দেশের মানুষকে বাঁচাতে লকডাউনের ডাক দিয়েছে কেন্দ্রীয় সরকার। ভারত-ভুটান সীমান্তের হ্যামিলটন গঞ্জের সাপ্তাহিক হাটে এই দৃশ্য দেখা গেল রবিবার সকাল থেকে । এই সাপ্তাহিক হাট ভারত-ভুটান সীমান্ত এলাকার অন্যতম বড় হাট ৷ ভুটানের নাগরিকদের কাছেও অত্যন্ত জনপ্রিয়।

এদিন লকডাউনের মাঝেও হাটে উপচে পড়া ভিড় সামাল দিতে ব্লক প্রশাসন কিংবা স্থানীয় কালচিনি থানার পুলিশকে হাটের চৌহদ্দির মধ্যে দেখতে পাওয়া যায়নি। হাটে আগত মানুষদের দেখে মনেই হবে না কোরোনা আতঙ্ক আছে। উত্তরবঙ্গে কোরোনা আক্রান্ত রোগীর সংখ‍্যা ক্রমশ বেড়ে যাবার খবরে চিন্তায় জেলাপ্রশাসন থেকে স্বাস্থ্য দপ্তর। সেই সময় ডুয়ার্সের অন‍্যতম বড় হ‍্যামিলটনগঞ্জ হাটে ক্রেতা বিক্রেতাদের এমন আচরণে বিস্মৃত জেলার সচেতন সমাজ।

কীভাবে লকডাউনের মধ‍্যে ভিড় হচ্ছে? সামাজিক দূরত্ব কেন মানা হচ্ছে না, এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে ৷

এই বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার কুন্তল ব‍্যানার্জি ফোনে জানান, সামাজিক দূরত্ব বজায় রেখে শুধুমাত্র অত‍্যাবশ‍্যক জিনিসপত্রের দোকান খোলা রাখার নিয়ম ছিল ।

ABOUT THE AUTHOR

...view details