আলিপুরদুয়ার, 18 জুন:ভুটান পাহাড় থেকে নেমে আসা হড়পা বানে প্লাবিত আলিপুরদুয়ার (Alipurduar) জেলার বিস্তীর্ণ এলাকা ৷ স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, গত কয়েক দিন ধরেই আলিপুরদুয়ার জেলায় লাগাতার বৃষ্টি চলছে ৷ পাহাড় ও সমতলে বৃষ্টির জেরে ফুলে, ফেঁপে উঠেছে জেলার নদীগুলি ৷ এবার সেই জলই ঢুকতে শুরু করেছে বসত এলাকায় ৷ শনিবার ভোর রাত থেকে এভাবেই বিভিন্ন এলাকায় জল জমে যায় ৷ সকালে জলমগ্ন এলাকা পরিদর্শনে আসেন আলিপুরদুয়ারের মহকুমাশাসক বিপ্লব সরকার ৷ নৌকায় করে গোটা এলাকা ঘুরে দেখেন তিনি ৷ কথা বলেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে ৷
ইতিমধ্যেই আলিপুরদুয়ারের কালজানি নদীর অসংরক্ষিত এলাকায় লাল সতর্কতা জারি করা হয়েছে ৷ লাল সতর্কতা জারি করা হয়েছে সঙ্কোশ নদীর অসংরক্ষিত এলাকাতেও ৷ তোর্সা নদীর অসংরক্ষিত এলাকায় জারি রয়েছে হলুদ সতর্কতা ৷ আলিপুরদুয়ার শহরের অধিকাংশ এলাকা চলে গিয়েছে জমা জলের নীচে ৷ কালজানি নদীর পাশে অসংরক্ষিত এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ৷ এদিন এই সমস্ত এলাকাই ঘুরে দেখেন মহকুমাশাসক ৷ সঙ্গে ছিলেন আলিপুরদুয়ার পৌরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর ৷