পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Alipurduar Water Logging: টানা বৃষ্টিতে ফুঁসছে কালজানি, তোর্সা ! জমা জলে বেহাল আলিপুরদুয়ার

টানা বৃষ্টিতে আলিপুরদুয়ারের (Alipurduar) নদীগুলি ফুলেফেঁপে উঠেছে ৷ জমা জল ঢুকতে শুরু করেছে বসত এলাকায় ৷ শনিবার নৌকায় চড়ে প্লাবিত এলাকা ঘুরে দেখেন মহকুমাশাসক ৷ সঙ্গে ছিলেন আলিপুরদুয়ার পৌরসভার চেয়ারম্য়ান ৷

Water Log in Alipurduar due to heavy rain
Alipurduar Water Logging: টানা বৃষ্টিতে ফুঁসছে কালজানি, তোর্সা ! জমা জলে বেহাল আলিপুরদুয়ার

By

Published : Jun 18, 2022, 3:24 PM IST

আলিপুরদুয়ার, 18 জুন:ভুটান পাহাড় থেকে নেমে আসা হড়পা বানে প্লাবিত আলিপুরদুয়ার (Alipurduar) জেলার বিস্তীর্ণ এলাকা ৷ স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, গত কয়েক দিন ধরেই আলিপুরদুয়ার জেলায় লাগাতার বৃষ্টি চলছে ৷ পাহাড় ও সমতলে বৃষ্টির জেরে ফুলে, ফেঁপে উঠেছে জেলার নদীগুলি ৷ এবার সেই জলই ঢুকতে শুরু করেছে বসত এলাকায় ৷ শনিবার ভোর রাত থেকে এভাবেই বিভিন্ন এলাকায় জল জমে যায় ৷ সকালে জলমগ্ন এলাকা পরিদর্শনে আসেন আলিপুরদুয়ারের মহকুমাশাসক বিপ্লব সরকার ৷ নৌকায় করে গোটা এলাকা ঘুরে দেখেন তিনি ৷ কথা বলেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে ৷

ইতিমধ্যেই আলিপুরদুয়ারের কালজানি নদীর অসংরক্ষিত এলাকায় লাল সতর্কতা জারি করা হয়েছে ৷ লাল সতর্কতা জারি করা হয়েছে সঙ্কোশ নদীর অসংরক্ষিত এলাকাতেও ৷ তোর্সা নদীর অসংরক্ষিত এলাকায় জারি রয়েছে হলুদ সতর্কতা ৷ আলিপুরদুয়ার শহরের অধিকাংশ এলাকা চলে গিয়েছে জমা জলের নীচে ৷ কালজানি নদীর পাশে অসংরক্ষিত এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ৷ এদিন এই সমস্ত এলাকাই ঘুরে দেখেন মহকুমাশাসক ৷ সঙ্গে ছিলেন আলিপুরদুয়ার পৌরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর ৷

আরও পড়ুন:Jalpaiguri Yellow Alert: বৃষ্টিতে বাড়ছে নদীর জলস্তর, জলপাইগুড়িতে জারি হলুদ সতর্কতা

অন্যদিকে, জলের স্রোতের সঙ্গে বয়ে আসা বিপুল পরিমাণ কাদা ও পাথর জমে বেশ কয়েকটি জায়গায় রাস্তার ক্ষতি হয়েছে ৷ এর জেরে বিপাকে পড়েছে জয়গাঁর খোকলা বস্তির বাসিন্দারা ৷ জমা জলে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে ভারত ও ভুটানের মধ্যে সংযোগরক্ষাকারী পাশাখা রোড ৷

সেচ দফতরের হাতে আসা তথ্য বলছে, বর্ষার শুরুতেই টানা বৃষ্টিতে আলিপুরদুয়ারের রায়ডাক, কালজানি, সঙ্কোশ, তোর্সা-সহ সমস্ত নদীতে জলস্তর বাড়ছে ৷ জেলার তুরতুরিখণ্ড এলাকায় স্থানীয় ঝোরার জল উপচে ঢুকতে শুরু করেছে ৷ এর জেরেই ময়নাবাড়ির বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে গিয়েছে ৷ তবে, জলপাইগুড়িতে এদিন সকাল থেকেই আকাশ ছিল রৌদ্রোজ্জ্বল ৷ ফলে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন শহরবাসী ৷

ABOUT THE AUTHOR

...view details