আলিপুরদুয়ার, 9 সেপ্টেম্বর : 10 বছর ধরে এক নাগাড়ে সরকারি নলকূপ থেকে জল পড়ে যাচ্ছে ।
কলের হাতল থাকলেও তা কার্যত অকেজো। পানীয় জল অথবা স্নানের জল, কিংবা জামাকাপড়, বাসন মাজার জল কোনও প্রয়োজনেই কলের হাতল টিপে জল তোলার প্রয়োজন হয় না ৷ 2010 সালে আলিপুরদুয়ার জেলা জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের তরফ থেকে বসানো হয়েছিল গ্রামের দুটি কল ৷ এই দুই কলের একই অবস্থা। কল বসানোর পর থেকেই কল দুটি থেকে অবিরাম জল পড়ে চলেছে।
10 বছর ধরে নাগাড়ে পড়ছে জল - সরকারি নলকূপ
সরকারি নলকূপ থেকে সমানে জল পড়ে যাচ্ছে গত 10 বছর ধরে ৷ আলিপুরদুয়ার জেলার মাদারিহাট ব্লকের উত্তর রাঙ্গালিবাজনার ডাবু বস্তিতে এই কলের সন্ধান পাওয়া গিয়েছে ৷
এই কলের সন্ধান পাওয়া গেল আলিপুরদুয়ার জেলার মাদারিহাট ব্লকের উত্তর রাঙ্গালিবাজনার ডাবু বস্তিতে। ডাবুবস্তির স্থানীয় বাসিন্দা রাজেশ ওড়াওয়ের বাড়ির পাশের কলটিতেই দীর্ঘ দশ বছর ধরে জল পড়ে চলেছে। রাজেশ ওড়াও জানায়, জলের কলটি বসানোর পর থেকেই এ ভাবে জল পড়ছে। কলটিতে কোনও প্রেশার কিংবা পাম্প করতে হয় না। এলাকার মানুষ সকলেই এই কলের জল ব্যবহার করছেন।
আলিপুরদুয়ার জেলা জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের নির্বাহী বাস্তুকার সুব্রত ধর বলেন, "কলটির নিচে আর্টিশান আ্যকুইভার রয়েছে। অর্থাৎ মাটির নিচে জলের প্রচন্ড প্রেশার রয়েছে। তাই ওই স্থানে বোরিং করতেই কলের পাইপ দিয়ে নিজে থেকেই জল পড়া শুরু হয়েছে।"