আলিপুরদুয়ার, 8 জুন : সত্তরোর্ধ্ব এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে ধৃত যুবকের ফাঁসির দাবিতে বিক্ষোভ ৷ আলিপুরদুয়ারের শামুকতলা থানার সামনে এই দাবিতে বিক্ষোভ দেখায় প্রায় দুশোর কাছাকাছি মানুষ ৷ যা নিয়ে উত্তেজনা ছড়ায় এলাকায় ৷
শুক্রবার রাতে কোহিনুর গ্রাম পঞ্চায়েত এলাকার ওই সত্তরোর্ধ্ব বৃদ্ধা গভীর রাতে ছেলেকে খুঁজতে বেরিয়েছিলেন । সেইসময় পঙ্কজ দেবনাথ নামে এলাকার এক যুবক তাঁকে ছেলের কাছে নিয়ে যাবে বলে সঙ্গে হাঁটতে শুরু করে । এক কিলোমিটার দূরে তাঁর ছেলে আছে বলে জানায় পঙ্কজ । কিন্তু ওই জায়গায় গিয়েও ছেলের দেখা পাননি বৃদ্ধা ৷ অভিযোগ, এরপরই পঙ্কজ নামে নদীর পাড়ে নিয়ে গিয়ে বৃদ্ধাকে ধর্ষণ করে ৷ শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটলেও লোকলজ্জার ভয়ে মুখ খোলেননি বৃদ্ধা । শনিবার বিকেল নাগাদ প্রতিবেশী মহিলাদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেন তিনি । এরপরই শনিবার রাতে শামুকতলা থানায় অভিযোগ দায়ের করা হয় । অভিযোগের পরিপ্রেক্ষিতে রাতেই পঙ্কজকে গ্রেপ্তার করে পুলিশ ।