পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আলিপুরদুয়ারে ঝড়ের তাণ্ডবে গৃহহীন 35 পরিবার - news of alipurduar

কালবৈশাখির ঝড়ে ভেঙে গিয়েছে কাঁচা বাড়ি । গাছ ভেঙে পড়েছে বেশ কয়েকটি বাড়ির উপর । আলিপুরদুয়ারের কয়েকটি গ্রামে গৃহহীন প্রায় 35টি পরিবার ।

storm
ঝড়

By

Published : Apr 10, 2020, 3:43 PM IST

আলিপুরদুয়ার, 10 এপ্রিল: রাজ্য তথা দেশজুড়ে কোরোনা আতঙ্ক । আর এরই মাঝে আবার ঝড়ের দাপটে গৃহহীন গ্রাম বাংলার কয়েকশ মানুষ । গতরাতে কালবৈশাখীর দাপটে আলিপুরদুয়ার এক ও দুই নম্বর ব্লকে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় । সব মিলিয়ে জেলায় ঝড়ের তাণ্ডবে গৃহহীন হয়ে পড়েছে প্রায় 35টি পরিবার ।

ঝড়ের দাপটে এক নম্বর ব্লকের সোনাপুর, চাপড়ের পার, তপসিখাতা, বাবুরহাটে বেশ কিছু কাঁচা বাড়ি ভেঙে গিয়েছে । সোনাপুরে গৃহহীন হয়ে পড়েছে 20টি পরিবার । অন্যদিকে দুই নম্বর ব্লকের চাপড়ের পার, সলসলাবাড়ি, শামুকতলা, তুততুরি এলাকায় শ'খানেক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে । গৃহহীন গ্রামবাসীদের এলাকার বিভিন্ন স্কুলে অস্থায়ী ভাবে আশ্রয় দিয়েছে দুই ব্লক প্রশাসন ।

ঝড়ে বিধ্বস্ত পরিবারগুলির কাছে ত্রাণ পৌঁছে দিতে আলিপুরদুয়ার জেলা প্রশাসনের তরফে একটি বিশেষ দল গঠন করা হয়েছে । পাশাপাশি জেলার বিপর্যয় মোকাবিলার দল দুই ব্লকে গিয়ে উদ্ধার কাজ শুরু করেছে । ঝড়ের তাণ্ডবে বেশ কিছু বাড়ির উপর গাছ ভেঙে পড়েছে । তবে হতাহতের খবর নেই । আলিপুরদুয়ার জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা জানিয়েছেন, "ঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষদের ত্রাণ দেওয়া হচ্ছে । তাঁদের অস্থায়ী আশ্রয়ে রাখার ব্যবস্থা করা হয়েছে ।"

ABOUT THE AUTHOR

...view details