পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Bison Meat Selling: খোলা বাজারে বাইসনের মাংস বিক্রি ! গ্রেফতার 2 - বনপ্রাণ সুরক্ষা আইন

বাইসনের মাংস বিক্রি করতে এসে বিপাকে ! আলিপুরদুয়ারের রাঙ্গামাটি বাজার এলাকা থেকে গ্রেফতার দুই অভিযুক্ত ৷ পরে উদ্ধার হয় আরও মাংস ৷ বাজেয়াপ্ত করা হয় বাড়িতে তৈরি আগ্নেয়াস্ত্র ও মাংস কাটার কুড়ুল !

two men arrested in Alipurduar for selling Bison Meat
প্রতীকী ছবি

By

Published : Apr 10, 2023, 12:40 PM IST

আলিপুরদুয়ার, 10 এপ্রিল: খোলা বাজারে না কি বিকোবে বাইসনের মাংস ! এমন খবর শুনেই বাজারে ভিড় করেছিলেন ক্রেতারা ! ভোল বদলে সেই দলে সেঁধিয়ে যান বন দফতরের কর্মীরাও ! উদ্দেশ্য, হাতেনাতে আইনভঙ্গকারীকে পাকড়াও করা ৷ সেই কাজে ষোলোয়ানা সফল বন দফতর ৷ বমাল গ্রেফতার মাংস বিক্রি করতে আসা দুই ব্যক্তি ৷ আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের রাঙ্গামাটি এলাকায় ঘটনাটি ঘটে রবিবার ৷

বন দফতর সূত্রে জানা গিয়েছে, তাদের কাছে গোপনে খবর এসেছিল ৷ কে বা কারা বাইসন শিকার করে তার মাংস বাজারে বিক্রি করতে আনছে ! বেআইনি এই কাজের খবর পেয়েই আসরে নামেন বক্সা ব্যাঘ্র প্রকল্পের পানা রেঞ্জের বনকর্মীরা ৷ ক্রেতা সেজে সটান বাজারে পৌঁছে যান তাঁরা ৷ বাজার থেকে বাইসনের কাঁচা মাংস উদ্ধার করা হয় ৷ সেই মাংস বিক্রি করার অভিযোগে গ্রেফতার হন সন্ত বাহাদুর রাই ও সুখমন রাই নামে দুই ব্যক্তি ৷ তাঁরা সেন্ট্রাল ডুয়ার্স চা বাগান এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে ৷

বাজেয়াপ্ত হওয়া অস্ত্র

ধৃতদের জেরা করে আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য হাতে পায় বন দফতর ৷ জানা যায়, কোনও এক ব্যক্তির পরিকল্পনা ও নির্দেশ অনুসারে জঙ্গলে বাইসন শিকার করা হয়েছিল ৷ সেই ব্যক্তির নাম ও পরিচয় ইতিমধ্যেই পেয়ে গিয়েছে বন দফতর ৷ কিন্তু, তদন্তের স্বার্থে সেই সংক্রান্ত কোনও তথ্য প্রকাশ করা হয়নি ৷ এদিকে, ধৃত দুই অভিযুক্তকে জেরা করে রবিবার সন্ধেয় বিশেষ অভিযানে নামেন বনকর্মীরা ৷ আনা হয় স্নিফার ডগ ৷ প্রশিক্ষিত কুকুর সঙ্গে নিয়ে অভিযুক্তদের বাড়ি ও তার আশপাশের জঙ্গলে তল্লাশি চালানো হয় ৷ সেই জঙ্গল থেকে আরও মাংস উদ্ধার করা হয় ৷ বন দফতরের দাবি, বাইসন শিকার করা জন্য বাড়িতেই আগ্নেয়াস্ত্র তৈরি করতেন অভিযুক্তরা ৷ তাঁদের বাড়ি থেকে সেই আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে ৷ উদ্ধার করা হয়েছে কুড়ুল ৷ যা দিয়ে মূলত বাইসনের মাংস কাটা হত ৷ এই ঘটনার পর ধৃতদের বিরুদ্ধে বন্যপ্রাণ সুরক্ষা আইন এবং অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে ৷ সোমবার ধৃতদের আলিপুরদুয়ার আদালতে তোলা হবে ৷

বন দফতর সূত্রে জানা গিয়েছে, ধৃত দুই ব্যক্তি যাঁর নাম নিয়েছেন, তিনিই এই দলের মাথা ! তাই তাঁকে পাকড়াও করাটা জরুরি ৷ এর জন্য ধৃতদের আরও জেরা করার প্রয়োজন রয়েছে ৷ সেক্ষেত্রের আদালতের কাছে ধৃতদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে ৷

আরও পড়ুন:ডুয়ার্সে তিনটি বাইসনের দেহ উদ্ধার, মৃত্যুর কারণ জানতে তদন্ত

বক্সা ব্যাঘ্র প্রকল্পের আধিকারিক প্রবীণ কাসোয়ান এই প্রসঙ্গে জানিয়েছেন, "আমাদের কাছে খবর আসে, দুই ব্যক্তি রাঙ্গামাটি বাজার এলাকায় বাইসনের মাংস বিক্রি করার চেষ্টা করছেন ৷ পরে সেখান থেকেই ওই দু'জনকে গ্রেফতার করা হয় ৷ অভিযুক্তদের জেরা করে এবং স্নিফার ডগ নিয়ে তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণে বাইসনের কাঁচা মাংস উদ্ধার করা হয়েছে ৷ সেইসঙ্গে, অস্ত্রও বাজেয়াপ্ত করা হয়েছে ৷ অভিযুক্তদের হেফাজতে নিয়ে আরও জেরা করা হবে।"

ABOUT THE AUTHOR

...view details