আলিপুরদুয়ার, 6 এপ্রিল : দুই স্বাস্থ্যকর্মীকে কাজ থেকে সরাসরি বরখাস্ত করল আলিপুরদুয়ার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ৷ জানা গেছে, ওই দুই স্বাস্থ্যকর্মী কোয়ারান্টাইন সেন্টারে কাজে গিয়ে কোরোনায় সংক্রমণের ভয়ে কাজ ছেড়ে পালিয়ে যান ৷ তাদের শোকজ় করা হলেও তারা কোনও লিখিত উত্তর দেননি ৷ এরপরই তাদের কাজ থেকে সরাসরি বরখাস্ত করে আলিপুরদুয়ার জেলা মুখ্যস্বাস্থ্য আধিকারিক ।
দুই স্বাস্থ্যকর্মীকে কাজ থেকে সরাসরি বরখাস্তের চিঠি নবান্নে মুখ্য সচিবকে পাঠিয়ে দিয়েছে জেলা স্বাস্থ্যদপ্তর। আলিপুরদুয়ার জেলা স্বাস্থ্য দপ্তর ৷ তাতে জানানো হয়েছে, অভিযুক্ত ওই দুই স্বাস্থ্যকর্মীর নাম প্রবীর কুমার সরকার ও দেবাশিস বর্মণ । ওই দুই স্বাস্থ্যকর্মী কালচিনি ব্লক স্বাস্থ্যদপ্তরে কাজে নিযুক্ত ছিলেন ।
সম্প্রতি, কালচিনি ব্লকের মেন্দাবাড়িতে কালচিনি মডেল হিন্দি হাইস্কুলে কোয়ারান্টাইন সেণ্টার তৈরি করা হয় । স্বাস্থ্যদপ্তর 3 এপ্রিল কালচিনি ব্লকের ওই দুই স্বাস্থ্যকর্মীকে কেন্দ্রটির দায়িত্ব দেয় । দায়িত্ব পাওয়ার পর দুই কর্মী ওই কেন্দ্রে যান । এরপর থেকেই তাঁরা কাজে আসা বন্ধ করে দেন ৷ রোগী ও সেন্টার খালি রেখে তারা পালিয়ে যান ৷ ওই কেন্দ্রটিতে মোট 18 জন কোরোনা সন্দেহভাজন রোগী কোয়ারান্টাইনে আছেন । তার মধ্যে বেশ কয়েকজন দিল্লির ধর্মীয় মহাসভা নিজা়মউদ্দিন ফেরত ।
গত শনিবার ওই কেন্দ্রটির পরিদর্শনে যান জেলার স্বাস্থ্যদপ্তরের কর্তারা । এরপরই ওই দুই স্বাস্থ্যকর্মী কাজে আসা বন্ধ করে দেন ৷ জেলা স্বাস্থ্যদপ্তর ফোনে যোগাযোগ করলে তাঁরা ওই সেন্টারে কাজ করবেন না বলে জানান। এরপর স্বাস্থ্যদপ্তর তাঁদের শোকজ করে ৷ কিন্ত শোকজেরও কোনও উত্তর লিখিতভাবে না মেলায় স্বাস্থ্যদপ্তর ওই স্বাস্থ্যকর্মীদের চাকরি থেকে বরখাস্ত করে ।
আলিপুরদুয়ারের অতিরিক্ত জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডঃ সুবর্ণ গোস্বামী বলেন, " দেশের এমন বিপর্যয়ের মুহুর্তে দুই স্বাস্থ্যকর্মী কর্তব্যে অবহেলা করেছে ৷ উপরমহলের নির্দেশ মানেনি তারা ৷ তাই স্বাস্থ্যদপ্তর ওই দুই কর্মীকে বরখাস্ত করেছে । "