পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আলিপুরদুয়ারে পথ দুর্ঘটনায় মৃত 2 - দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি

আলিপুরদুয়ারে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যবসায়ী ও রেলকর্মীর ৷

accidenttwo died in road accident at alipurduar
আলিপুরদুয়ারে পথ দুর্ঘটনায় মৃত 2

By

Published : Aug 10, 2020, 6:51 PM IST

Updated : Aug 10, 2020, 7:09 PM IST

আলিপুরদুয়ার, 10 অগাস্ট : পথ দুর্ঘটনায় মৃত্যু হল পর্যটন ব্যবসায়ী ও রেলকর্মীর । তাঁরা হলেন শৈবাল গোস্বামী (55) ও প্রণব কুমার দেব (48) ৷ শৈবাল গোস্বামী আলিপুরদুয়ারের অরবিন্দ নগরের বাসিন্দা ৷ প্রণব কুমার দেব জংশনের বাসিন্দা ৷

শৈবালবাবু আলিপুরদুয়ার জেলার ভালো ব্যাডমিন্টন খেলোয়ার হিসেবে পরিচিত ছিলেন ৷ এছাড়াও তিনি ছিলেন আলিপুরদুয়ার টুরিজ়ম অ্যাসোসিয়েশনের সদস্য ৷ গতরাতে শৈবাল গোস্বামী বন্ধু প্রণব দেবকে নিয়ে গাড়িতে করে আলিপুরদুয়ারের দিকে ফিরছিলেন । রাজাভাতখাওয়ার পাপ্পু বস্তি এলাকায় তাঁদের গাড়িটি বাঁক নিতেই উলটে যায় । ঘটনাস্থানেই মৃত্যু হয় দু'জনের ।

দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি

আজ ওই দু'জনের মৃতদেহ উদ্ধার করে কালচিনি থানার পুলিশ ৷ দেহগুলি ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ারে পাঠানো হয়েছে ৷

Last Updated : Aug 10, 2020, 7:09 PM IST

ABOUT THE AUTHOR

...view details