আলিপুরদুয়ার, 16 এপ্রিল : দুই বাইক আরোহী এক ব্যাঙ্ক ম্যানেজারের কাছ থেকে ১৫ লাখ টাকা ছিনতাই করে চম্পট দিল। আলিপুরদুয়ারের ফালাকাটা শহরের ঘটনা।
ব্যাঙ্ক ম্যানেজারের কাছ থেকে 15 লাখ টাকা ছিনতাই - CCTV
15 লাখ টাকা ছিনতাই করে পালিয়ে গেল দুই বাইক আরোহী। তদন্তে পুলিশ। ফালাকাটার ঘটনা
ভুতনিরঘাট গ্রামীণ ব্যাঙ্কের ম্যানেজার অসীম কুমার রায় বর্মণ এক সহকর্মীকে নিয়ে আজ ফালাকাটার স্টেটব্যাঙ্ক শাখা থেকে টাকা তুলে ফিরছিলেন। তাঁরা ১৫ লাখ টাকা তুলেছিলেন। ওই টাকা গ্রামীণ ব্যাঙ্কের গ্রাহকদের জন্য তোলা হয়েছিল। আচমকা দুই বাইক আরোহী যুবক ওই টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
ঘটনার তদন্তে নেমে শহরের সমস্ত CCTV ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। এখনও ওই দুই ছিনতাইকারীর খোঁজ মেলেনি। পুলিশ গ্রামীণ ব্যাঙ্কের ম্যানেজার ও তাঁর সহকর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে। ছিনতাইয়ের বিষয়ে ম্যানেজার সংবাদমাধ্যমে কোনও প্রতিক্রিয়া দেননি। আলিপুরদুয়ারের পুলিশ সুপার সুনীল কুমার যাদব জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে।