পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পাচার হচ্ছিল বিরল প্রজাতির প্যাঙ্গোলিন, ধৃত দুই

আলিপুরদুয়ারে বিরল প্রজাতির প্যাঙ্গোলিন সহ গ্রেপ্তার দুই ব্যক্তি ৷ বনদপ্তরের অনুমান, চিন বা ভিয়েতনামে প্যাঙ্গোলিনটিকে পাচারের ছক কষেছিল ধৃতরা ৷

Alipurduar
বিরল প্রজাতির প্যাঙ্গোলিন

By

Published : Dec 31, 2019, 11:43 PM IST

আলিপুরদুয়ার, 31 ডিসেম্বর : ভুটান সীমান্ত হয়ে ভিন দেশে পাচারের ছক কষা হয়েছিল ৷ কিন্তু তার আগেই বিরল প্রজাতির প্যাঙ্গোলিন সহ বনবিভাগের হাতে দুই পাচারকারী ৷ কোদালবস্তি রেঞ্জের বন আধিকারিকরা গতরাতে সোনাপুরের মথুরা চা বাগানের জয়নগর এলাকা থেকে গ্রেপ্তার করে ওই দুই ব্যক্তিকে ৷ প্রাথমিকভাবে বনদপ্তরের অনুমান, চিন বা ভিয়েতনামে পাচার করার চেষ্টা করা হচ্ছিল প্যাঙ্গোলিনকে ৷

ভিডিয়োয় দেখুন কী বলছেন বন দপ্তরের আধিকারিক

সূত্র মারফত খবর পেয়ে আগে থেকেই প্রস্তুত ছিল কোদালবস্তি রেঞ্জের বন আধিকারিকরা ৷ ধৃতদের মধ্যে আলাউদ্দিন আলি শামুকতলার বাসিন্দা ও অপর জন মিরাজ রহমান তুফানগঞ্জের বাসিন্দা । জেরায় অভিযুক্তরা জানিয়েছে, অসমের ধুবরি জেলার গৌরিপুর থেকে প্যাঙ্গোলিনটিকে দু'দিন আগে কোচবিহারের মারুগঞ্জে নিয়ে এসেছিল । সেখান থেকে গতকাল আলিপুরদুয়ারের সোনাপুর হয়ে ভুটান করিডোর দিয়ে ভিন দেশের পাচার করার কথা ছিল ৷

কোদালবস্তি রেঞ্জের আধিকারিক ধীরাজ কামি জানিয়েছেন, গত ছয় মাসে ভুটান করিডোর দিয়ে ভিন দেশে পাচারের আগে তিনটি প্যাঙ্গোলিন সহ মোট ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details