আলিপুরদুয়ার, 10অক্টোবর: পাহাড়ের গায়ে বিভিন্ন রঙ দেখতে হলে আপনাকে যেতে হবে কাঞ্চালি বস্তির ভুটানঘাট । এবার পুজোয় চলুন রঙ-বেরঙের পাহাড় দেখে আসা যাক। কীভাবে যাবেন? কোথায় যাবেন? কোথায় থাকবেন? সব তথ্যই রইল আপনাদের জন্য ৷ উত্তরবঙ্গের পর্যটনের নতুন ডেস্টিনেশন আলিপুরদুয়ারের কাঞ্চালি বস্তির ভুটানঘাট। আলিপুরদুয়ার জেলার ভারত-ভুটান সীমান্তের তেরঙ্গা পাহাড় এখন পর্যটনের কেন্দ্র বিন্দু। বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলের ভেতরে ইন্দো ভুটান সীমান্তের পর্যটনস্থল ভুটানঘাট। বক্সার জঙ্গলের ভেতর ভুটানের বিভিন্ন রঙের পাহাড় দেখতে ছুটে আসেন ভ্রমণ পিপাসুরা।
Travel During Durga Puja: পাহাড়ের গায়ে রঙ-বেরঙের বাহার, এই পুজোয় নতুন ডেস্টিনেশন কাঞ্চালি বস্তির ভুটানঘাট
Durga Puja Travel Destination: পুজোর ছুটিতে বেড়াতে যেতে পারেন কোথায় তার হদিশ দিচ্ছে ইটিভি ভারত ৷ সমতল ছেড়ে পাহাড়ে কিছুদিনের ছুটি কাটাতে ডিয়ার ডেস্টিনেশনের অনেকগুলি খোঁজ আপনাদের দেওয়া হয়েছে ৷ আজ থাকল উত্তরবঙ্গের পর্যটনের নতুন ডেস্টিনেশন আলিপুরদুয়ারের কাঞ্চালি বস্তির ভুটানঘাট-এর হদিশ ৷
Published : Oct 10, 2023, 7:08 PM IST
ভুটানঘাটের পর্যটন ব্যবসায়ী রাজকুমার ছেত্রী বলেন, "ভুটানঘাটকে কেন্দ্র করে এই এলাকায় সরকারের পক্ষ থেকে ব্লু হোম-স্টের ব্যবস্থা করা হয়েছে। পর্যটন বিকাশে নতুন আশার আলো আমরা দেখছি। আলিপুরদুয়ার জেলার তুরতুরী খন্ড গ্রামপঞ্চায়েতের কাঞ্চালি বস্তি, ময়নাবাড়িতে 6টি হোম-স্টে তৈরী হয়েছে। এই হোম-স্টে গুলোতে পর্যটকরা থাকতে পারবেন স্বল্প খরচে। তবে ভুটান ঘাট সর্বসাধারণের জন্য খুলে গেলে একদিকে যেমন এলাকার পর্যটন বিকাশ হবে পাশাপাশি এলাকায় ছেলেমেয়েদের আর্থ সামাজিক অবস্থার উন্নতি ঘটবে।" নতুন ডেস্টিনেশনের খবর পেয়ে ইতিমধ্যেই পর্যটকরা ভুটানঘাট সম্পর্কে খোঁজ খবর নিতে শুরু করেছেন।
আরও পড়ুন: এই পুজোয় ঘুরে আসুন 'ফুলের দেশ' রিকিসুমে