আলিপুরদুয়ার, 23 জুন : দলীয় কাউন্সিলররা প্রধানমন্ত্রী আবাস যোজনার উপভোক্তাদের লাখ লাখ টাকা লুট করেছেন । অভিযোগ তুললেন তৃণমূলের রাজ্য সহ সভাপতি প্রশান্ত নারায়ণ মজুমদার। আলিপুরদুয়ার পৌরসভার 20টি ওয়ার্ডের মধ্যে তৃণমূলের দখলে থাকা 16টি ওয়ার্ডের কাউন্সিলরের বিরুদ্ধেই অভিযোগ প্রশান্তবাবুর । দলের রাজ্য সহ-সভাপতির অভিযোগের পর জেলা তৃণমূলের অন্দরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর ।
উপভোক্তাদের অভিযোগ,পছন্দের ঠিকাদারদের সঙ্গে হাত মিলিয়ে তাঁদের বাড়ি বানিয়ে দেওয়ার নামে লাখ লাখ টাকা লুট করেছেন কাউন্সিলররা। প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় নতুন ঘর নির্মাণের জন্য ব্যাঙ্ক আ্যকাউন্ট খুলতে হয় উপভোক্তাদের । উপভোক্তাদের সেই অ্যাকাউন্টের ব্ল্যাঙ্ক চেকে সই করিয়ে কাউন্সিলর টাকা লুট করেছেন বলে অভিযোগ । কাউন্সিলররা নিজেদের ঠিকাদারদের দিয়ে ঘর তৈরি করাতে উপভোক্তাদের বাধ্য করেছেন । ঘর তৈরিতে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের বালি, ইট ।
প্রশান্তবাবুর অভিযোগ, প্রধানমন্ত্রী আবাস যোজনায় উপভোক্তাদের ঘর প্রতি 3 লাখ 68 হাজার টাকা বরাদ্দ করা হয় । অথচ সেই কাজ মাত্র 1 লাখ 70 হাজার থেকে 2 লাখ টাকার মধ্যে শেষ করে ফেলছে কাউন্সিলারদের ঠিকাদাররা । বাকি টাকা ভাগ হচ্ছে । গোটা পৌরসভা জুড়ে সিন্ডিকেট আর কাটমানি চক্র এই কাজ করছে । যদিও আলিপুরদুয়ার পৌরসভার বিদায়ী চেয়ারম্যান আশিস দত্ত বলেন, "কিছু ক্ষেত্রে এধরনের ঘটনা ঘটলেও বেশিরভাগ ক্ষেত্রেই উপভোক্তারা নিজেরা ঘর বানাতে চান না। সেক্ষেত্রে কাউন্সিলর সাহায্য করে থাকেন । তবে অগ্রিম ব্ল্যাঙ্ক চেক নেওয়ার কোনও অভিযোগ পাইনি।"
আলিপুরদুয়ার পৌরসভার জন্য নির্বাচন করা হয়েছে বেনিফিশিয়ারি লেট কন্ট্রাকশন । স্কিমে স্পষ্ট উল্লেখ রয়েছে, উপভোক্তা নিজেই তাঁর ঘর নির্মাণ করবেন । পৌরসভা কোনও হস্তক্ষেপ করবে না । তবে উপভোক্তা তাঁর ঘর তৈরি করছেন কি না সেটা নজরদারি করবে পৌরসভার একটি মনিটরিং কমিটি ।