আলিপুরদুয়ার, 30 জুন : লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে দলের শোচনীয় ফলের পর রীতিমতো তলানিতে ঠেকে যাওয়া দলীয় নেতা-কর্মীদের মনোবল চাঙ্গা করতে ২১ জুলাই শহিদ দিবসের মঞ্চকে পাখির চোখ করেছে তৃণমূল । সেই লক্ষ্যে উত্তরবঙ্গে তিন জেলার ঘুরে বেড়াচ্ছেন মন্ত্রী অরূপ বিশ্বাস । আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং এই তিন জেলার দলীয় পর্যবেক্ষক অরূপ ।
অরূপ বিশ্বাসের এবারের উত্তরবঙ্গ সফর আগের সফরগুলোর থেকে রাজনৈতিকভাবে আলাদা । আগের সফরগুলোয় অরূপ জেলায় এসে শুধুমাত্র হাতে গোনা প্রথম সারির জনা কয়েক নেতাদের সঙ্গে বৈঠক করে চলে যেতেন । তবে, এবারের সফরে তিনি তাঁর সেই পরিচিত রাজনৈতিক পরিসর থেকে কিছুটা অন্য পথে হাঁটলেন ।