পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পরিযায়ী শ্রমিকদের অবস্থান নিয়ে জোর তরজা BJP-তৃণমূলে - আলিপুরদুয়ারে তৃণমূল বিধায়ক সৌরভ চক্রবর্তী

আলিপুরদুয়ারে পরিযায়ী শ্রমিকদের নিয়ে জোর তরজা BJP-তৃণমূলে ৷ বিতর্কে জড়ালেন দুই রাজনৈতিক দলের নেতৃত্ব ৷

BJP-র রাজ্য মহিলা সহ-সভানেত্রী শ্রীরুপা মিত্র চৌধুরি
BJP-র রাজ্য মহিলা সহ-সভানেত্রী শ্রীরুপা মিত্র চৌধুরি

By

Published : Nov 4, 2020, 10:15 PM IST

আলিপুরদুয়ার, 4 নভেম্বর : "পশ্চিমবাংলায় মানুষ না খেতে পেয়ে মরছে এবং বাইরের রাজ্যে তারা ভিখারির মতো কাজ করতে যাচ্ছে ৷" আজ আলিপুরদুয়ারের দপ্তরে 'শুনুন কৃষিভাই' নামে একটি দলীয় কর্মসূচিতে এসে এমনটাই বললেন BJP-র রাজ্য কিষান মোর্চার সহ-সভানেত্রী শ্রীরূপা মিত্র চৌধুরি ৷

রাজ্য সরকারকে আক্রমণ করে তিনি আরও বলেন, "কোরোনা পরিস্থিতিতে দেখেছেন আমাদের লেখাপড়া জানা শিক্ষিত ছেলেমেয়েরা বাইরে কাজ করতে গিয়ে ফেরত আসতে পারেননি ৷ বাংলার সন্তান বাংলায় কাজ পাচ্ছে না ৷ বাংলার চাষি বাংলায় মরছে ৷ বাংলার মা ঘরে বসে কাঁদছে ৷"

পরিযায়ী শ্রমিককে কী বললেন BJP-তৃণমূলের দুই নেতৃত্ব ৷ দেখুন ভিডিয়ো...

অন্যদিকে আলিপুরদুয়ারের তৃণমূল বিধায়ক সৌরভ চক্রবর্তী বলেন, "পরিয়ায়ী শ্রমিকরা পশ্চিমবঙ্গে আসার পরে তাদের জামাই আদর করে রাখা হয়েছে এবং ভুটানে যে পরিযায়ী শ্রমিকেরা আটকে গেছিল প্রায় 2 হাজার জন, আমি দায়িত্ব নিয়ে তাদের এ রাজ্য এবং ভারতের বিভিন্ন রাজ্যে নিয়ে এসেছি ৷"

পরিযায়ী শ্রমিকদের অবস্থান নিয়ে দুই রাজনৈতিক দলে চলছে জোর তরজা ৷ দুই দলের দুই মন্তব্যকে কেন্দ্র করে কাদা ছোড়াছুড়ি চলছে দুই রাজনৈতিক শিবিরে ৷

ABOUT THE AUTHOR

...view details