আলিপুরদুয়ার, 4 নভেম্বর : "পশ্চিমবাংলায় মানুষ না খেতে পেয়ে মরছে এবং বাইরের রাজ্যে তারা ভিখারির মতো কাজ করতে যাচ্ছে ৷" আজ আলিপুরদুয়ারের দপ্তরে 'শুনুন কৃষিভাই' নামে একটি দলীয় কর্মসূচিতে এসে এমনটাই বললেন BJP-র রাজ্য কিষান মোর্চার সহ-সভানেত্রী শ্রীরূপা মিত্র চৌধুরি ৷
রাজ্য সরকারকে আক্রমণ করে তিনি আরও বলেন, "কোরোনা পরিস্থিতিতে দেখেছেন আমাদের লেখাপড়া জানা শিক্ষিত ছেলেমেয়েরা বাইরে কাজ করতে গিয়ে ফেরত আসতে পারেননি ৷ বাংলার সন্তান বাংলায় কাজ পাচ্ছে না ৷ বাংলার চাষি বাংলায় মরছে ৷ বাংলার মা ঘরে বসে কাঁদছে ৷"