পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ফের উদাসীনতা ! ট্রেনের ধাক্কায় 3টি হাতির মৃত্যু, প্রশ্নের মুখে রেল - Elephnats die

Elephnats Die by Hit Train: জঙ্গলের ভিতর দিয়ে যাওয়ার সময় ফের ট্রেনের ধাক্কায় প্রাণ গেল হাতির ৷ তিনটি হাতির মৃত্যুতে ফের প্রশ্নের মুখে রেল ৷

Etv Bharat
প্রতীকী ছবি

By ETV Bharat Bangla Team

Published : Nov 27, 2023, 11:44 AM IST

Updated : Nov 27, 2023, 2:09 PM IST

আলিপুরদুয়ার, 27 নভেম্বর: ফের ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু । এবার ডুয়ার্সের আলিপুরদুয়ারের রাজাভাতখাওয়া জঙ্গলে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল তিনটি হাতির । এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বন দফতর ও রেলওয়ের উচ্চ আধিকারিকরা ৷ সোমবার সকালে আলিপুরদুয়ার থেকে শিলিগুড়িগামী একটি পার্সেল ট্রেনের সামনে আচমকা একটি হাতির দল চলে আসে । সেই সময়ই ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় শাবক-সহ তিনটি হাতির । যার মধ্যে একটি পূর্ণবয়স্ক, একটি মাঝবয়সী ও একটি হাতির শাবক রয়েছে ।

গত 10 অগস্ট চাপড়ামারি অভয়ারণ্যের মাঝে ট্রেনে কাটা পড়ে এক অন্তঃসত্ত্বা হাতি । ট্রেনের ধাক্কা খেয়ে পেটে থেকে বেরিয়ে আসে নবজাতক । ডলোমাইট বোঝাই মালগাড়ির ধাক্কায় বেঘোরে প্রাণ হারায় বন্যপ্রাণী । অগস্টে মাসের পর ফের একবার ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে বন্যপ্রাণী প্রেমীদের মধ্যে ।

বেশ কিছুদিন ধরে ট্রেনের ধাক্কায় বন্যপ্রাণীর মৃত্যুর ঘটনা এড়ানো গেলেও ফের ডুয়ার্সের রেললাইনে হাতির মৃত্যুর ঘটনা প্রশ্ন তুলছে রেলের বিরুদ্ধে ৷ হাতির মৃত্যুর খবর পেয়েই বক্সা ব্যাঘ্র প্রকল্পের আধিকারিক ও আলিপুরদুয়ার ডিভিশনের রেলের আধিকারিকরা ঘটনাস্থলে যান । কীভাবে হাতির মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে । সেই সময় ট্রেনের গতিবেগ কত ছিল তা জানার চেষ্টা করছে বক্সা বন্যপ্রাণী বিভাগের আধিকারিকরা ৷

ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু এড়াতে অগস্ট মাসে আইডিএস (IDS - Intrusion Detection System) প্রযুক্তির জন্য 77 কোটি টাকা বরাদ্দের কথা জানিয়েছিল রেল ৷ শুধু তাই নয়, ট্রেন চালকদের সচেতন করার পাশাপাশি কড়া নজরদারি চলবে বলেও জানানো হয়েছিল রেলের তরফে ৷ রেললাইনে হাতি এলে তার তথ্য আদানপ্রদান করা হবে ৷ এমনকি হোয়াটসঅ্যাপের মাধ্যমে বনবিভাগের সঙ্গে যোগাযোগ রাখার কথাও জানিয়েছিল রেল ৷ কিন্তু এত কিছু ব্যবস্থা নেওয়ার তিনমাসের মাথায় ফের ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু রেলের উদাসীনতাকে সামনে নিয়ে এল বলেই মনে করা হচ্ছে ৷ তিনমাসে যে কোনও ব্যবস্থায় নেওয়া হয়নি তা প্রমাণ করে দিল তিনটি হাতির মৃত্যু ৷ এভাবে বন্যপ্রাণীর মৃত্যুতে ফের কাঠগড়ায় রেল ৷

Last Updated : Nov 27, 2023, 2:09 PM IST

ABOUT THE AUTHOR

...view details