আলিপুরদুয়ার, 8 জুলাই : কখনও মাতৃপুজো বা কুমারীপুজোর আশ্বাস, কখনও আবার চাকরি বা মোটা অঙ্কের টাকা দেওয়ার প্রতিশ্রুতি । কয়েকদিন ধরে এক মহিলাকে এমন নানা প্রস্তাব দিচ্ছিল কয়েকজন ব্যক্তি । ঘটনাটি আলিপুরদুয়ার-2 ব্লকের দক্ষিণ পারোকাটার । অবশেষে গ্রামবাসীদের কাছ থেকে খবর পেয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করে পুলিশ ।
পুজো করার প্রতিশ্রুতি দিয়ে পাচারের চেষ্টা ? গ্রেপ্তার 3
এক মহিলাকে পাচারের চেষ্টার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করল পুলিশ । ঘটনাটি আলিপুরদুয়ারের ।
মাতৃপুজো বা কুমারীপুজোর জন্য নাকি ছয় ফুট উচ্চতার এক অবিবাহিত মহিলা প্রয়োজন । তাই আলিপুরদুয়ার-2 ব্লকের এক মহিলাকে অন্যত্র নিয়ে যেতে কিছুদিন ধরে কয়েকজন নানা প্রস্তাব দিচ্ছিল । অভিযুক্তরা গত কয়েকদিনে 5 বার ওই মহিলার বাড়িতে গিয়ে তাঁকে চাকরির প্রস্তাব দেয় । শনিবার রাতে ফের পাঁচজন গাড়ি চেপে ওই মহিলার বাড়ি যায় । তাঁদের মধ্যে এক রাজনৈতিক দলের স্থানীয় নেত্রীও ছিল । সেদিন অভিযুক্তরা মহিলাকে ২০ লাখ টাকা দেওয়ার প্রস্তাব দেয় । ওই মহিলা তখন চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ছুটে এসে তিন অভিযুক্তকে ধরে ফেলে । তবে গন্ডগোলের সুযোগে রাজনৈতিক দলের নেত্রী ও তার এক সঙ্গী গাড়ি চেপে পালিয়ে যায় । স্থানীয়রা পুলিশে খবর দেন । খবর পেয়ে ভাটিবাড়ি ফাঁড়ির পুলিশ এসে তিনজনকে গ্রেপ্তার করে।
রবিবার তিন অভিযুক্তকে পুলিশ আলিপুরদুয়ার আদালতে তুলে 10 দিনের হেপাজতে চায় । আদালত ধৃতদের সাত দিনের পুলিশ হেপাজতে পাঠিয়েছে । পাচার নাকি অন্য কোনও উদ্দেশ্য ছিল অভিযুক্তদের, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ।