পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ফালাকাটায় বিস্ফোরক-সহ ধৃত তিন - three arrested in falakata with IED

পুলিশ ও SSB-র যৌথ অভিযান ৷ ফালাকাটায় IED সহ গ্রেপ্তার তিন । তদন্ত শুরু করেছে পুলিশ ৷

ফালাকাটা

By

Published : Sep 8, 2019, 10:58 PM IST

ফালাকাটা,8 সেপ্টেম্বর : ফালাকাটায় উদ্ধার বোমা ৷ গ্রেপ্তার তিন ৷ আজ ফালাকাটার পুলিশ ও SSB যৌথ অভিযান চালায় আলিপুরদুয়ার রোডে ৷ অভিযানে তিন জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয় । তাঁদের কাছ থেকে উদ্ধার হয় তিনটি সকেট বোমা৷ ধৃতদের মধ্যে দুই জন ক্ষিতিশচন্দ্র রায় (55) ও কমল রায় (50) জলপাইগুড়ি জেলার বাসিন্দা, বাকি একজন গফুর আলি (52) আলিপুরদুয়ার জেলার ।

জলপাইগুড়ি সেক্টরের SSB এর 17 নং ব্যাটেলিয়ানের দায়িত্বপ্রাপ্ত নিরজ চন্দ বলেন, "গোয়েন্দা শাখার তথ্য পেয়ে আজ অভিযান চালানো হয়৷ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে । তাদের জিজ্ঞসাবাদ করা হচ্ছে । "

আলিপুরদুয়ারের পুলিশ সুপার নগেন্দ্র নাথ ত্রিপাঠি বলেন,"বোমা কোথা থেকে এল, কী উদ্দেশ্য ছিল, সব খতিয়ে দেখা হচ্ছে৷"

ABOUT THE AUTHOR

...view details