আলিপুরদুয়ার, 26 জুলাই : জলের মধ্যে থেকে মাথা তুলে নিজের অস্তিত্বের জানান দিচ্ছে রাস্তার উন্নয়ন ফলক । পাশেই বয়ে যাচ্ছে সংকোষের শাখা নদী । দূর-দূরান্তের কোথাও রাস্তার চিহ্ন মাত্র নেই । নিদেনপক্ষে রাস্তার একটা পাথর ও খুঁজে পাওয়া যাবে না ফলকের আশপাশে । এই রাস্তাকে কেন্দ্র করে উঠছে প্রায় 22 লাখ টাকার আর্থিক তছরুপের অভিযোগ । আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের ভলকা বারোবিশা গ্রাম পঞ্চায়েতের মাঝের ডাবরি বিষ্ণু নগর এলাকার ঘটনা ৷ বিষ্ণুনগর এলাকায় মাঝেডাবরি যাওয়ার পথে সংকোষের শাখা নদীর ধারে রাস্তা নির্মাণের এই ফলক লাগানো রয়েছে ।
রাস্তা হয়নি, বসেছে উন্নয়ন ফলক ; তৃণমূলের আত্মসাৎ 22 লাখ ! - TMC
রাস্তাকে কেন্দ্র করে উঠছে প্রায় 22 লাখ টাকার আর্থিক তছরুপের অভিযোগ । আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের ভলকা বারোবিশা গ্রাম পঞ্চায়েতের মাঝের ডাবরি বিষ্ণু নগর এলাকার ঘটনা ৷ BJP এবং স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাস্তার কাজ না করেই শুধু প্রস্তর ফলক লাগিয়ে পুরো টাকা তুলে নিয়েছে শাসক দলের পঞ্চায়েত প্রধান ।
2018-19 আর্থিক বছরে এই রাস্তার কাজের প্রস্তাব নেয় তৃণমূল পরিচালিত ভলকা বারবিসা 2 গ্রাম পঞ্চায়েত । BJP এবং স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তারপর থেকে তারা কোনও কাজ করেনি ৷ রাস্তার কাজ না করেই শুধু প্রস্তর ফলক লাগিয়ে পুরো টাকা তুলে নিয়েছে শাসকদলের পঞ্চায়েত প্রধান । রাস্তা নির্মাণের টাকা কোথায় গেল ? এবং কাজের কী হল ? এবিষয়ে RTI-এর মাধ্যমে তথ্য জনার কথা বলেন জেলা BJP নেতৃত্ব ৷
তবে ভলকা বারবিসা গ্রাম পঞ্চায়েতের প্রধান স্বর্ণময়ী বর্মণ বলেন, "রাস্তার কাজ এখনও শুরু হয়নি । কাজ যথাসময়ে করা হবে । এখানে কোনও আর্থিক তছরুপের অভিযোগ উঠতে পারে না । জেলা BJP নেতৃত্ব মিথ্যা অভিযোগ করছে । এই কাজ বর্ষার পরেই শুরু হবে ।" কুমারগ্রাম ব্লকের BDO লাকপা শেরিং ভুটিয়া জানান, "এবিষযে এখনও কিছু জানি না । তবে খোঁজ নিয়ে দেখব রাস্তার কাজ নিয়ে কোনও দুর্নীতি হয়েছে কি না ।"