পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নির্বাচনে হারের পরই বন্ধ সরকারি প্রকল্প, কচু শাক খেয়ে দিন গুজরান আদিবাসীদের ! - State Government Programme Faulai

বিভিন্ন কারণে বন্ধ হয়ে যাওয়া ডুয়ার্সের চা বাগানের শ্রমিকদের পরিবার পিছু 1500 টাকা দিত রাজ্য সরকার ৷ কিন্তু নির্বাচনের পর থেকেই বন্ধ সেই ফাউলাই প্রকল্প ৷ তাই বেঁচে থাকতে এখন একমাত্র ভরসা কচু শাক ৷

কচু শাক খেয়ে দিন কাটাচ্ছে চা শ্রমিকরা

By

Published : Sep 2, 2019, 10:29 PM IST

আলিপুরদুয়ার, 2 সেপ্টেম্বর : দীর্ঘদিন ধরে বন্ধ চা বাগান ৷ কয়েক মাস ধরে বন্ধ রাজ্য সরকারের প্রকল্প ফাউলাই ৷ তাই কিছু না পেয়ে বুনো কচু ও কচু শাক খেয়েই দিন গুজরান করছে ডুয়ার্সের প্রায় 10 হাজার আদিবাসী ৷

আলিপুরদুয়ারের মধু, ঢোকলাপাড়া, বান্দাপানি চা বাগান দীর্ঘদিন ধরে বন্ধ ৷ এইসব বন্ধ চা বাগান শ্রমিকদের জন্য রাজ্য সরকারের তরফে একটি প্রকল্প চালু করা হয় ৷ নাম ফাউলাই । প্রকল্পের আওতায় বন্ধ চা বাগান শ্রমিকদের পরিবার পিছু 1500 টাকা দেওয়া হত ৷ এই টাকায় খুব আড়ম্বরে দিন কাটত না ঠিকই, তবে আধপেটা খেয়েও থাকতে হত না ৷

লোকসভা নির্বাচনে চা বাগানে খারাপ ফল করে তৃণমূল । অভিযোগ, তারপরই বন্ধ হয়ে যায় ফাউলাই ৷ পাঁচ মাস ধরে মিলছে না টাকা । মাছ, মাংস তো দূরের কথা বাচ্চাদের জন্য পুষ্টিকর খাবার কেনার ক্ষমতাও নেই শ্রমিকদের ৷ অগত্যা খাদ্য হিসেবে এখন ভরসা বুনো কচু আর কচু শাক ৷

মধু চা বাগানের শ্রমিক মিনু ওরাওঁ বলেন, "আমাদের 12 জনের সংসার ৷ ফাউলাইয়ের টাকা বন্ধ ৷ সপ্তাহে তিন কেজি চাল আর চার প্যাকেট আটা দিয়ে সংসার চালাতে হয় ৷ কখনও আধ পেটা খাই ৷ কখনও আবার খাবারই জোটে না ৷ সবজি কেনার টাকা নেই ৷ তাই কচু শাক দিয়েই সংসার চালাতে হয় ৷"

এবিষয়ে আলিপুরদুয়ার জেলাপরিষদের সভাধিপতি শীলা দাস জানিয়েছেন, তাঁর কাছে ফাউলাই বন্ধ থাকার কোনও অভিযোগ আসেনি । তবে, এরকম খবর পেলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে ৷

ওয়াকিবহাল মহল বলছে, লোকসভা নির্বাচনে ডুয়ার্সের চা বলয়ে থই খুঁজে পায়নি তৃণমূল । তারপর থেকেই বন্ধ এই প্রকল্প । তাহলে কি BJP-কে ভোট দেওয়ার ফল ভুগছেন চা শ্রমিকরা ?

ABOUT THE AUTHOR

...view details