পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মিলছে না বকেয়া DA, মমতাকে 'নকল' করেই "ঘেউ ঘেউ" স্লোগান !

DA ও PRT স্কেলে বেতন বৃদ্ধির দাবিতে "ঘেউ ঘেউ" স্লোগান দিয়ে বিক্ষোভ দেখালেন আলিপুরদুয়ার জেলা প্রাথমিক শিক্ষা সংসদের শিক্ষকরা । পাশাপাশি সোমনাথ গোস্বামী নামে এক শিক্ষককে দক্ষিণ দিনাজপুরে বদলি করারও প্রতিবাদ জানান তাঁরা ।

ফাইল ফোটো

By

Published : Jun 6, 2019, 6:28 PM IST

Updated : Jun 6, 2019, 9:20 PM IST

আলিপুরদুয়ার, 6 জুন : DA ও PRT স্কেলে বেতন বৃদ্ধির দাবিতে "ঘেউ ঘেউ" স্লোগান দিয়ে বিক্ষোভ দেখালেন আলিপুরদুয়ার জেলা প্রাথমিক শিক্ষা সংসদের শিক্ষকরা । আজ দুপুরে আলিপুরদুয়ার জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানের অফিসের সামনে বিক্ষোভ দেখান তাঁরা । পরে ঘেরাও করেন অফিসটি । চেয়ারম্যানের কাছে জমা দেন স্মারকলিপিও ।

এর আগে নির্বাচনী প্রচারে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় DA নিয়ে সরকারি কর্মচারীদের উদ্দেশে বলেন, "আমার কাছে ওরকম ঘেউ ঘেউ করবেন না । আমি যখন যা সুযোগ দেওয়ার দেব ।" বিষয়টিকে ভালোভাবে নেননি সরকারি কর্মচারীরা । মমতার ওই মন্তব্যকেই উদ্ধৃত করে কিছুদিন আগে ফালাকাটায় ঘেউ ঘেউ স্লোগান দিয়ে বিক্ষোভ দেখান শিক্ষকরা । এরপর আজ আলিপুরদুয়ারে বিক্ষোভ দেখায় UUPTWU (উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন) সদস্যরা । তাঁরা স্লোগান তোলে, "DA ও PRT-র দাবিতে লড়ছি, লড়ব । DA চাইলেই ঘেউ ঘেউ ঘেউ ঘেউ ।" পাশাপাশি সোমনাথ গোস্বামী নামে এক শিক্ষককে দক্ষিণ দিনাজপুরে বদলি করারও প্রতিবাদ জানান তাঁরা ।

শিক্ষক সংগঠনের মতে, কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী PRT স্কেলের বেতন হওয়া উচিত । কিন্তু এরাজ্যে তা হচ্ছে না । শিক্ষকরা বেতন পাচ্ছেন মাধ্যমিক স্তরে । যেখানে প্রতিটি শিক্ষকের বেতনক্রম হওয়া উচিত উচ্চমাধ্যমিক স্তরে । ন্যূনতম যোগ্যতা ও ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী PRT স্কেলের বেতন হওয়া দরকার ৯৩০০ থেকে ৩৪৮০০ টাকা ।

শিক্ষকদের অভিযোগ, যেখানে প্রাথমিক শিক্ষকদের ন্যূনতম যোগ্যতা উচ্চমাধ্যমিকে ৫০ শতাংশ নম্বর অথবা স্নাতক ও দুই বছরের D.El.Ed, সেখানে পশ্চিমবঙ্গ সরকার এই যোগ্যতা সম্পন্ন শিক্ষকদের বেতন দিচ্ছে ৫৪০০- ২৫২০০ ও গ্রেড পে ২৩০০-২৬০০ । যা মাধ্যমিক স্তরের বেতন । এই বেতন দিয়ে রাজ্যের সমস্ত শিক্ষকদের অপমান করছে সরকার ।

এবিষয়ে আন্দোলনকারী শিক্ষক গোলাম মোস্তাফা বলেন, "যোগ্যতা সত্ত্বেও নির্ধারিত বেতন পাচ্ছি না । আমাদের মূল দাবি, নির্ধারিত টাকা দেওয়া হোক । যাদের অনৈতিকভাবে অন্য জেলায় বদলি করা হয়েছে তাঁদের কেন বদলি করা হল তার কারণ দেখানো হোক । আর DA-র দাবি । শুধু আমাদের নিজেদের জন্য নয় । পশ্চিমবঙ্গের সমস্ত কর্মচারীদের জন্যও আমাদের এই দাবি ।"

দেখুন ভিডিয়ো

অন্যদিকে, আলিপুরদুয়ার জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান অনুপ চক্রবর্তীকে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, "আমি শিক্ষকদের স্মারকলিপি পেয়েছি । রাজ্য শিক্ষা সংসদে বিষয়টি জানাব ।"

Last Updated : Jun 6, 2019, 9:20 PM IST

ABOUT THE AUTHOR

...view details